শিরোনাম :
Logo খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত Logo ওয়েব পোর্টাল উদ্বোধনের মধ্য দিয়ে ইবির আইসিটি বিভাগে নবীনবরণ Logo পলাশবাড়ীতে ভিডাব্লিউ ডি প্রকল্পে অনিয়মসহ স্বাক্ষর জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। Logo যবিপ্রবি ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীকে পুলিশে সোপর্দ Logo তেকানী ইউনিয়নের সচিব হালিমের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ Logo কচুয়ার শিক্ষা ও পরিবেশ উন্নয়নে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের অনন্য উদ্যোগ Logo কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবর থেকে: বেবিচক চেয়ারম্যান” Logo মাদকসহ সাতক্ষীরা শহরের চিহ্নিত চোরাকারবারি আটক Logo দুর্নীতি ও অপচয়ের কারণে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারছি না: জ্বালানি উপদেষ্টা

রাবিতে সংবাদিকদের ভবিষ্যত নিয়ে কর্মশালার আয়োজন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩৬:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • ৭৫৩ বার পড়া হয়েছে

জুবাইর হোসেন  (রাবি):

বর্তমান সাংবাদিকতার পরিস্থিতি ও পরিবর্তিত সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্যে একটি কর্মশালা ও সংলাপের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে Sustainable Journalism Journey Towards the Future’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।

ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় SOUTH ASIA CENTER FOR MEDIA IN DEVELOPMENT (SACMID) এর ‘জার্নালিজম অফ দ্যা ফিউচার’ প্রজেক্টের আওতায় SACMID এবং রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ আয়োজন করে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সোমা দেবের সঞ্চালনায় বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল) বলেন, চলমান সময়ের জার্নালিজমের সংকটকে সংলাপের মাধ্যমে বের করে আনতে হবে। এরপর তা সমাধান করলে জার্নালিজমে পরিবর্তন করা সম্ভব।

তিনি আরও বলেন, সাংবাদিকতার মূল পরিবর্তন ঘটেছে প্রযুক্তিগত ও মালিকানার জায়গায়। মালিকানার সংকটকে সাংবাদিকতার সংকটে পরিণত করেছে। একটা মিডিয়ার কোয়ালিটি মালিক না হলে কোয়ালিটি জার্নালিজম সম্ভব নয়। দেশের গণমাধ্যমের মালিকানা নিয়ে বড় পরিসরে গবেষণা হওয়া উচিত। মালিকপক্ষের সদিচ্ছা ছাড়া সংবাদকর্মীদের জন্য ওয়েজবোর্ড মেইনটেইন যেমন কঠিন, গুণগত সাংবাদিকতা তো আরো কঠিন।

কর্মশালায় SACMID এর উপ-পরিচালক সৈয়দ কামরুল হাসান বলেন, ধীরে ধীরে গণমাধ্যমের চাহিদা, পরিসর ও ব্যবহারকারী বাড়ছে। ফলে, দরকার হয়ে পড়েছে নতুন নতুন জ্ঞান, নতুন নতুন অভিজ্ঞতা। সরকারের একার পক্ষে সকলকে এই জ্ঞান, প্রশিক্ষণ দেয়া সম্ভব না। এজন্য কিছু বেসরকারি সংগঠন সরকারের এই প্রচেষ্টাকে সাপোর্ট দিচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করছি। এতে যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকগণ হয়ে উঠবেন আরও দক্ষ ও যোগ্যভাবে।

কর্মশালায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান বলেন, ‘আমাদের সাসটেইনেবল জার্নালিজমের চিন্তা করতে হলে কোয়ালিটি জার্নালিজমের চিন্তা করতে হবে। কোয়ালিটি জার্নালিজম আসবে কোয়ালিটিফুল জার্নালিস্ট উৎপাদনের মাধ্যমে। ফলে, বিশ্ববিদ্যালয়গুলোতে কোয়ালিটি জার্নালিস্ট তৈরির মতো কারিকুলাম তৈরি করতে হবে এবং সৃজনশীলতার সাথে তা বাস্তবায়ন করতে হবে।’

এসময় বিভাগের আরেক অধ্যাপক সোমা দেব বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষকদের প্রচেষ্টায় বিভাগে ইতিমধ্যেই একটি রেডিও স্টেশন নির্মিত হয়েছে যা শিগগিরই উদ্বোধন করা যাবে। চলচ্চিত্র সম্পাদনার জন্যও একটি দুটি এডিটিং সেটআপ স্থাপিত হয়েছে। আর বর্তমানে বিভাগের মিডিয়া ল্যাবে একটি অনলাইন টিভি স্টুডিও নির্মাণের কাজ শুরু হয়েছে যা আগামী জুনের মধ্যেই শেষ হবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, বিভাগের প্র‍্যাকটিসিং সংবাদপত্র ‘অনুধ্যান’ আবারো চালু করা হোচ্ছে। বিভাগের মিডিয়া ল্যাবকে একদম নতুনরূপে সাজানো হচ্ছে। আগামী জুন মাসের ভেতরেই বিভাগের শিক্ষার্থীরা অত্যাধুনিক ল্যাবরেটরির পূর্ণ ব্যাবহার করতে পারবে। দেশের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে এমন সুযোগ-সুবিধা আর আছে বলে তাঁর জানা নেই। এ ল্যাবের ব্যবহারে শিক্ষার্থীরা আরও দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হয়ে উঠবে যা সাসটেইনেবল জার্নালিজমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

এ কর্মশালায় ডয়চে ভেলে ও স্যাকমিডের ফেলোশিপে সুযোগ পায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী অর্পণ ধর, শাম্মী আক্তার জুঁথি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিভাগের অধ্যাপকবিন্দু সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শেরপুর জেলা ছাত্রদলের কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবিতে সংবাদিকদের ভবিষ্যত নিয়ে কর্মশালার আয়োজন

আপডেট সময় : ০৬:৩৬:০৯ অপরাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

জুবাইর হোসেন  (রাবি):

বর্তমান সাংবাদিকতার পরিস্থিতি ও পরিবর্তিত সময়ে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্যে একটি কর্মশালা ও সংলাপের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় রাবির রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১২৩ নম্বর কক্ষে Sustainable Journalism Journey Towards the Future’ শীর্ষক এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ।

ডয়েচে ভেলে একাডেমির সহযোগিতায় SOUTH ASIA CENTER FOR MEDIA IN DEVELOPMENT (SACMID) এর ‘জার্নালিজম অফ দ্যা ফিউচার’ প্রজেক্টের আওতায় SACMID এবং রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যৌথভাবে এ আয়োজন করে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সোমা দেবের সঞ্চালনায় বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল) বলেন, চলমান সময়ের জার্নালিজমের সংকটকে সংলাপের মাধ্যমে বের করে আনতে হবে। এরপর তা সমাধান করলে জার্নালিজমে পরিবর্তন করা সম্ভব।

তিনি আরও বলেন, সাংবাদিকতার মূল পরিবর্তন ঘটেছে প্রযুক্তিগত ও মালিকানার জায়গায়। মালিকানার সংকটকে সাংবাদিকতার সংকটে পরিণত করেছে। একটা মিডিয়ার কোয়ালিটি মালিক না হলে কোয়ালিটি জার্নালিজম সম্ভব নয়। দেশের গণমাধ্যমের মালিকানা নিয়ে বড় পরিসরে গবেষণা হওয়া উচিত। মালিকপক্ষের সদিচ্ছা ছাড়া সংবাদকর্মীদের জন্য ওয়েজবোর্ড মেইনটেইন যেমন কঠিন, গুণগত সাংবাদিকতা তো আরো কঠিন।

কর্মশালায় SACMID এর উপ-পরিচালক সৈয়দ কামরুল হাসান বলেন, ধীরে ধীরে গণমাধ্যমের চাহিদা, পরিসর ও ব্যবহারকারী বাড়ছে। ফলে, দরকার হয়ে পড়েছে নতুন নতুন জ্ঞান, নতুন নতুন অভিজ্ঞতা। সরকারের একার পক্ষে সকলকে এই জ্ঞান, প্রশিক্ষণ দেয়া সম্ভব না। এজন্য কিছু বেসরকারি সংগঠন সরকারের এই প্রচেষ্টাকে সাপোর্ট দিচ্ছে। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করছি। এতে যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকগণ হয়ে উঠবেন আরও দক্ষ ও যোগ্যভাবে।

কর্মশালায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান বলেন, ‘আমাদের সাসটেইনেবল জার্নালিজমের চিন্তা করতে হলে কোয়ালিটি জার্নালিজমের চিন্তা করতে হবে। কোয়ালিটি জার্নালিজম আসবে কোয়ালিটিফুল জার্নালিস্ট উৎপাদনের মাধ্যমে। ফলে, বিশ্ববিদ্যালয়গুলোতে কোয়ালিটি জার্নালিস্ট তৈরির মতো কারিকুলাম তৈরি করতে হবে এবং সৃজনশীলতার সাথে তা বাস্তবায়ন করতে হবে।’

এসময় বিভাগের আরেক অধ্যাপক সোমা দেব বলেন, ‘আমাদের বিভাগের শিক্ষকদের প্রচেষ্টায় বিভাগে ইতিমধ্যেই একটি রেডিও স্টেশন নির্মিত হয়েছে যা শিগগিরই উদ্বোধন করা যাবে। চলচ্চিত্র সম্পাদনার জন্যও একটি দুটি এডিটিং সেটআপ স্থাপিত হয়েছে। আর বর্তমানে বিভাগের মিডিয়া ল্যাবে একটি অনলাইন টিভি স্টুডিও নির্মাণের কাজ শুরু হয়েছে যা আগামী জুনের মধ্যেই শেষ হবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, বিভাগের প্র‍্যাকটিসিং সংবাদপত্র ‘অনুধ্যান’ আবারো চালু করা হোচ্ছে। বিভাগের মিডিয়া ল্যাবকে একদম নতুনরূপে সাজানো হচ্ছে। আগামী জুন মাসের ভেতরেই বিভাগের শিক্ষার্থীরা অত্যাধুনিক ল্যাবরেটরির পূর্ণ ব্যাবহার করতে পারবে। দেশের কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগে এমন সুযোগ-সুবিধা আর আছে বলে তাঁর জানা নেই। এ ল্যাবের ব্যবহারে শিক্ষার্থীরা আরও দক্ষ ও যোগ্যতাসম্পন্ন হয়ে উঠবে যা সাসটেইনেবল জার্নালিজমের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

এ কর্মশালায় ডয়চে ভেলে ও স্যাকমিডের ফেলোশিপে সুযোগ পায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থী অর্পণ ধর, শাম্মী আক্তার জুঁথি ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।

অনুষ্ঠানে বিভাগের অধ্যাপকবিন্দু সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।