সুইজারল্যান্ড সফর দিয়ে বছর শুরু করবেন ড. ইউনূস

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৬:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে ২০ জানুয়ারি দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

ড. ইউনূসের এই চার দিনের সফর ২১ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। দাভোসে অবস্থানকালে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি চূড়ান্ত করতে এখনও কাজ করছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী কর্মসূচিতে কিছু যোজন-বিয়োজনও করা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পর ড. ইউনূস তিনটি আন্তর্জাতিক সফর সম্পন্ন করেছেন। গত আগস্টে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার মাধ্যমে তার প্রথম বিদেশ সফর শুরু হয়। এরপর নভেম্বরে আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে এবং ডিসেম্বরে মিশরে ডি-৮ সম্মেলনে অংশ নেন।

তিনটি সফরই বহুপক্ষীয় ফোরামে সীমাবদ্ধ থাকলেও এখন পর্যন্ত তিনি কোনো দ্বিপক্ষীয় সফরে অংশ নেননি। দাভোস সফরটিও বহুপক্ষীয় ফোরামের অংশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুইজারল্যান্ড সফর দিয়ে বছর শুরু করবেন ড. ইউনূস

আপডেট সময় : ১০:৩৬:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে ২০ জানুয়ারি দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০ থেকে ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

ড. ইউনূসের এই চার দিনের সফর ২১ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে। দাভোসে অবস্থানকালে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি চূড়ান্ত করতে এখনও কাজ করছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজন অনুযায়ী কর্মসূচিতে কিছু যোজন-বিয়োজনও করা হচ্ছে।

এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের পর ড. ইউনূস তিনটি আন্তর্জাতিক সফর সম্পন্ন করেছেন। গত আগস্টে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার মাধ্যমে তার প্রথম বিদেশ সফর শুরু হয়। এরপর নভেম্বরে আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনে এবং ডিসেম্বরে মিশরে ডি-৮ সম্মেলনে অংশ নেন।

তিনটি সফরই বহুপক্ষীয় ফোরামে সীমাবদ্ধ থাকলেও এখন পর্যন্ত তিনি কোনো দ্বিপক্ষীয় সফরে অংশ নেননি। দাভোস সফরটিও বহুপক্ষীয় ফোরামের অংশ।