বড় কাউকে ছাড়া একা নৌকা চালাতে গিয়ে চয়ন (৭) ও আবির (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নৌকা উল্টে পানিতে ডুবে মারা যায় তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জের বুড়িগঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। চয়ন হাসিলবাগ গ্রামের শওকত আলীর এবং আবির একই গ্রামের আবু সালেহের ছেলে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বিকেলের পরও শিশু দুটি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। সন্ধ্যার আগে প্রতিবন্ধী এক কিশোর শিশু দুটি নদীর দিকে গেছে বলে ইঙ্গিত করে। এ সময় লোকজন নদীর পাড়ে গিয়ে তাদের জুতা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এর পর নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম দুই শিশুর মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।