শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা Logo বুটেক্স অ্যালামনাই ইউএসএ-এর আত্মপ্রকাশ: যুক্তরাষ্ট্রে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মিলনমেলা ও কমিটি গঠন Logo বুটেক্সের প্রথম সমাবর্তন আগামী ২৭ ডিসেম্বর Logo রাবিতে ইলা মিত্রকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত Logo নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর Logo নোবিপ্রবিতে গবেষণা, বৈশ্বিক র‌্যাঙ্কিং এবং সরকারের নীতিনির্ধারকদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ Logo রাবি ময়মনসিংহ জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা Logo “কণিকা”সংগঠনের সচেতনতা সেমিনার ও কুইজ এমইএস কলেজে অনুষ্ঠিত Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত

চুয়াডাঙ্গা-মেহেরপুরে সড়কে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্র ও নারী নিহত।

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৩৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারী ও গাংনীতে ইব্রাহিম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। অপরদিকে আহত হয়েছেন এক যুবক।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার চাঁদবীল নামক স্থানে দুর্ঘটনায় নারী এবং মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া নামক স্থানে দুর্ঘটনায় স্কুলছাত্র মারা যায়।
ইব্রাহিম গাংনী উপজেলার তেরাইল গ্রামের রাস্তাপাড়া এলাকার আজগর শাহের ছেলে ও জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অপরদিকে সদর উপজেলার চাঁদবীল নামক স্থানে নিহত নারীর নাম পরিচয় শনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর তেরাইল গ্রামের স্কুলছাত্র ইব্রাহিম হোসেন ও তাদের এসকেবেটরের চালক একই গ্রামের আলমাছ হোসেনের ছেলে আলমগীর হোসেন একটি মোটরসাইকেলে এবং অপর একটি মোটারসাইকেলে অন্য দুই জন রেসলিং করে তেরাইল থেকে জোঁড়পুকুরিয়া গ্রামের দিকে যাচ্ছিল। এসময় সামনে থেকে একটি মাইক্রোবাস ও একটি ট্রাক আসছিল। মাইক্রোবাসটিকে সাইড দিয়ে গিয়ে ইব্রাহিমের মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে চালক আলমগীর হোসেন গুরুতর আহত হন। এছাড়া মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে রাস্তার ওপর পড়েছিল অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ। তার মরদেহ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ি ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে গেছে। নিহত ওই নারীর শরীরের বিভিন্ন অংশ থেতলানোর ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আর বারী জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের শহরের উপকণ্ঠে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে রাস্তার ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা-০২ এ ধানের শীষের জয়ে নতুন অধ্যায়—বিএনপির একতাবদ্ধ ঘোষণা

চুয়াডাঙ্গা-মেহেরপুরে সড়কে পৃথক দুর্ঘটনায় স্কুলছাত্র ও নারী নিহত।

আপডেট সময় : ১২:৩৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারী ও গাংনীতে ইব্রাহিম হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। অপরদিকে আহত হয়েছেন এক যুবক।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের সদর উপজেলার চাঁদবীল নামক স্থানে দুর্ঘটনায় নারী এবং মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া নামক স্থানে দুর্ঘটনায় স্কুলছাত্র মারা যায়।
ইব্রাহিম গাংনী উপজেলার তেরাইল গ্রামের রাস্তাপাড়া এলাকার আজগর শাহের ছেলে ও জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। অপরদিকে সদর উপজেলার চাঁদবীল নামক স্থানে নিহত নারীর নাম পরিচয় শনাক্ত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর তেরাইল গ্রামের স্কুলছাত্র ইব্রাহিম হোসেন ও তাদের এসকেবেটরের চালক একই গ্রামের আলমাছ হোসেনের ছেলে আলমগীর হোসেন একটি মোটরসাইকেলে এবং অপর একটি মোটারসাইকেলে অন্য দুই জন রেসলিং করে তেরাইল থেকে জোঁড়পুকুরিয়া গ্রামের দিকে যাচ্ছিল। এসময় সামনে থেকে একটি মাইক্রোবাস ও একটি ট্রাক আসছিল। মাইক্রোবাসটিকে সাইড দিয়ে গিয়ে ইব্রাহিমের মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়। রাস্তায় ছিটকে পড়ে চালক আলমগীর হোসেন গুরুতর আহত হন। এছাড়া মোটরসাইকেলের পেছনে বসে থাকা ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অপরদিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল নামক স্থানে রাস্তার ওপর পড়েছিল অজ্ঞাত এক নারীর (৪৫) মরদেহ। তার মরদেহ মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ওই নারী মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদবিল ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ি ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে গেছে। নিহত ওই নারীর শরীরের বিভিন্ন অংশ থেতলানোর ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আর বারী জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের শহরের উপকণ্ঠে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে রাস্তার ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।