সিটি করপোরেশনের তালিকাভুক্তর বাইরে কোন দোকান রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ব্যবসা করতে পারব না বলে জানিয়েছে পুলিশের তেজগাঁও ডিভিশন। সন্ধ্যায় (৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শেষে এ কথা বলেন তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউল হক।
অভিযানে প্রাথমিক সতর্ক করে দ্রুত অবৈধ দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সিটি করপোরেশন।
এ সময় বাজারের অস্থিরতা প্রসঙ্গে পুলিশ জানায়, কারওয়ান বাজার কেন্দ্রিক কোনো সিন্ডিকেটকে প্রশ্রয় দেবে না প্রশাসন। চলবে নিয়মিত অভিযান।
এছাড়া বাজারের অবৈধ দখলদারদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।







































