শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo পঞ্চগড়ে ভিডাব্লিউবি কার্ড বিতরণ নিয়ে লিখিত অভিযোগ মিথ্যা, ষড়যন্ত্রমূলক বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন Logo সিরাজগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী নিহত, চারজন আহত Logo ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কচুয়ায় ফসলি জমি নষ্ট করে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, বাধা দিলে প্রাণনাশের হুমকি  Logo চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল সমাবেশ Logo ইবিতে “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স ২০২৫” অনুষ্ঠিত  Logo বেলকুচি আনন্দমেলায় টিকিট বাণিজ্য সময় বাড়ানোর আবেদন Logo বিনামূল্যে বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুর সদরের ৫২ টি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা  Logo বীরগঞ্জে ৪টি ইউনিয়ন বাল্যবিবাহ ও ১টি ইউনিয়ন শিশু শ্রম মুক্ত ঘোষণা

শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হতে হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৬:০৪ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭
  • ৭৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুনাগরিক, প্রজ্ঞাবান, সত্যবাদী, উদার, সৎ এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সফল জীবনের অধিকারী হওয়ার সকল যোগ্যতা তোমাদের রয়েছে। তোমাদেরকে দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হতে হবে।

গত সোমবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.  আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ১ম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস। মার্চ মাস আসলে আমরা ফিরে যাই ১৯৭১ সালের অগ্নিঝরা দিনগুলোয়। মার্চ মানেই সামনে এগিয়ে যাওয়া, দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া এবং সর্বোপরি মানবসভ্যতাকে এগিয়ে নেওয়া।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সমাজ উন্নয়নের লক্ষ্যে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মূলকাজ হচ্ছে সত্য অনুসন্ধান করা এবং মিথ্যা পরিহার করা। শিক্ষার্থীরা সবসময় সত্যবাদী হবে এবং সত্যের সাথে নিজেদের সম্পৃক্ত রেখে উদার মনমানসিকতা সম্পন্ন মানুষ হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট

শিক্ষার্থীদের দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হতে হবে !

আপডেট সময় : ০২:২৬:০৪ অপরাহ্ণ, বুধবার, ৮ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

সুনাগরিক, প্রজ্ঞাবান, সত্যবাদী, উদার, সৎ এবং আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সফল জীবনের অধিকারী হওয়ার সকল যোগ্যতা তোমাদের রয়েছে। তোমাদেরকে দেশপ্রেম ও মানবতাবোধে দীক্ষিত হতে হবে।

গত সোমবার টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১ম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।

ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দপ্তরের পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.  আখতারুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ১ম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, মার্চ মাস স্বাধীনতার মাস। মার্চ মাস আসলে আমরা ফিরে যাই ১৯৭১ সালের অগ্নিঝরা দিনগুলোয়। মার্চ মানেই সামনে এগিয়ে যাওয়া, দেশ ও জাতিকে এগিয়ে নেওয়া এবং সর্বোপরি মানবসভ্যতাকে এগিয়ে নেওয়া।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সমাজ উন্নয়নের লক্ষ্যে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের মূলকাজ হচ্ছে সত্য অনুসন্ধান করা এবং মিথ্যা পরিহার করা। শিক্ষার্থীরা সবসময় সত্যবাদী হবে এবং সত্যের সাথে নিজেদের সম্পৃক্ত রেখে উদার মনমানসিকতা সম্পন্ন মানুষ হবে।