বুধবার | ১৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন Logo চাঁদপুর কাচ্চি ডাইন ব্রাঞ্চে র‌্যাফেল জয়ীদের হাতে আনন্দের পুরস্কার” Logo সাতক্ষীরায় দুই আ’লীগ নেতাকে বিএনপিতে যোগদান করিয়ে বিপাকে আহবায়ক কমিটি ! Logo পৌর যুবদলের উদ্যোগে পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়া’র জন্য দোয়া মাহফিল Logo চাঁদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলতে হবে – উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা Logo সাতক্ষীরার তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু Logo গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে নতুন ভোটার ২৭ হাজার ৯০৫ জন, মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ Logo সুন্দরবনে হরিণ শিকার রোধে কোস্ট গার্ডের অভিযান, জব্দ বিপুল পরিমাণ মাংস ও ফাঁদ Logo ‘সেনা হেফাজতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যু’ Logo শিয়ালকোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংঘর্ষ: নারীসহ অন্তত ৮ জন আহত

বাঘবিধবাদের অংশগ্রহণে স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১২:১১ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

অভাব-অনটন আর সামাজিক বঞ্চনা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সুন্দরবনসংলগ্ন এলাকায় বসবাসরত প্রায় ১ হাজার ২০০ বাঘবিধবা নারী। সুন্দরবনসংলগ্ন অঞ্চলে বসবাসরত বাঘবিধবারা প্রায়ই সামাজিক কলঙ্ক, দারিদ্র্য এবং মানসিক ট্রমার শিকার হন। তাদের মানসিক স্বাস্থ্য প্রায়শই উপেক্ষিত হয়, যা তাদের জীবনযাত্রা আরও কঠিন করে তোলে।

এই প্রেক্ষাপটের কারণেই সুন্দরবন সংলগ্ন এলাকার বাঘবিধবাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রথমবারের মতো এক বিশেষ কর্মশালা আয়োজন করা হয়। গত ১১ অক্টোবর খুলনার কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে “মন সুস্থ থাক, জীবন এগিয়ে যাক” প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সেবা প্রয়োজনীয় হলেও, তা সম্পর্কে প্রচলিত ট্যাবু ও ভুল ধারণা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, ট্রমা মোকাবিলা এবং সামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্যে কাউন্সেলিং সেশন আয়োজন করা হবে।

জেসিআই বরিশাল ও জেসিআই ঢাকা সাউথ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ১২ জন বাঘবিধবা নারী অংশগ্রহণ করেন।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মিনহাজ উদ্দীন সেশনটি পরিচালনা করেন, যেখানে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং ট্রমা মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রায় ৪০ মিনিটের এই সেশনে বাঘবিধবারা তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ গ্রহণ করেন।
এটি ছিল তাদের জন্য মানসিক শক্তি ও সুস্থতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সেশনটি আয়োজনে সহযোগিতা করেছে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেসিআই বরিশালের স্থানীয় সভাপতি ড. জামিল খান, জেসিআই ঢাকা সাউথ এর স্থানীয় সভাপতি জাহিদ মারুফ, জেসিআই ঢাকা সাউথ এর ভাইস প্রেসিডেন্ট রাকিব বিল্লাহ এবং জেসিআই বরিশালের ডিরেক্টর আসাদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তারা প্রকল্পটির সাফল্য এবং টাইগার বিধবাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে তাদের অবদানের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রকল্পটির ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগটি সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে ঘড়ি স্থাপন

বাঘবিধবাদের অংশগ্রহণে স্বাস্থ্য সেবা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১২:১১ পূর্বাহ্ণ, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

অভাব-অনটন আর সামাজিক বঞ্চনা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সুন্দরবনসংলগ্ন এলাকায় বসবাসরত প্রায় ১ হাজার ২০০ বাঘবিধবা নারী। সুন্দরবনসংলগ্ন অঞ্চলে বসবাসরত বাঘবিধবারা প্রায়ই সামাজিক কলঙ্ক, দারিদ্র্য এবং মানসিক ট্রমার শিকার হন। তাদের মানসিক স্বাস্থ্য প্রায়শই উপেক্ষিত হয়, যা তাদের জীবনযাত্রা আরও কঠিন করে তোলে।

এই প্রেক্ষাপটের কারণেই সুন্দরবন সংলগ্ন এলাকার বাঘবিধবাদের জন্য মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রথমবারের মতো এক বিশেষ কর্মশালা আয়োজন করা হয়। গত ১১ অক্টোবর খুলনার কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে “মন সুস্থ থাক, জীবন এগিয়ে যাক” প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সেবা প্রয়োজনীয় হলেও, তা সম্পর্কে প্রচলিত ট্যাবু ও ভুল ধারণা রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, ট্রমা মোকাবিলা এবং সামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্যে কাউন্সেলিং সেশন আয়োজন করা হবে।

জেসিআই বরিশাল ও জেসিআই ঢাকা সাউথ এর সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ১২ জন বাঘবিধবা নারী অংশগ্রহণ করেন।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মিনহাজ উদ্দীন সেশনটি পরিচালনা করেন, যেখানে মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং ট্রমা মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা করা হয়।

প্রায় ৪০ মিনিটের এই সেশনে বাঘবিধবারা তাদের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন এবং পরামর্শ গ্রহণ করেন।
এটি ছিল তাদের জন্য মানসিক শক্তি ও সুস্থতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সেশনটি আয়োজনে সহযোগিতা করেছে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট (আইসিডি)।

এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেসিআই বরিশালের স্থানীয় সভাপতি ড. জামিল খান, জেসিআই ঢাকা সাউথ এর স্থানীয় সভাপতি জাহিদ মারুফ, জেসিআই ঢাকা সাউথ এর ভাইস প্রেসিডেন্ট রাকিব বিল্লাহ এবং জেসিআই বরিশালের ডিরেক্টর আসাদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তারা প্রকল্পটির সাফল্য এবং টাইগার বিধবাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে তাদের অবদানের জন্য সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রকল্পটির ভবিষ্যৎ কর্মসূচির মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগটি সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক অন্তর্ভুক্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।