আফগানিস্তানে পোলিও টিকা কর্মসূচি বন্ধ করেছে তালেবান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪১:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
  • ৭২৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানে পোলিও টিকার কর্মসূচি বাতিল করেছে তালেবান নিয়ন্ত্রিত সরকার। সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

পোলিওজনিত পক্ষাঘাতগ্রস্ত রোগের প্রাদুর্ভাব কখনো থামানো যায়নি এমন দুটি দেশের একটি আফগানিস্তান এবং অন্যটি পাকিস্তান। আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বেশি পোলিও আক্রান্ত এলাকা।

এমন অবস্থায় টিকার ক্যাম্পেইন বাতিল করার ফলে বিশ্বব্যাপী পোলিও নির্মূল করা কঠিন হয়ে উঠল।

২০২০ সালে আফগানিস্তানে অন্তত ৫৪ জন পোলিও আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তার পরেই জাতিসংঘের সঙ্গে মিলে সে দেশের তৎকালীন সরকার টিকা কর্মসূচি শুরু করেছিল। কিন্তু সে সময় থেকেই তালেবানের একটি গোষ্ঠী সরাসরি পোলিও টিকা দেওয়াকে শরিয়ত বিরোধী হিসাবে চিহ্নিত করে। টিকা দেওয়ার সময় কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে তখন।

ডব্লিউএইচও চলতি বছর আফগানিস্তানে ১৮ জন পোলিও রোগী শনাক্ত করেছে। এর আগে ২০২৩ সালে ৬ জন পোলিও রোগী শনাক্ত করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ঘরে ঘরে টিকাদানকে নিরুৎসাহিত করে তালেবান । এর পরিবর্তে মসজিদের মতো জায়গায় টিকা দেয়ার বিষয়ে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছে তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানে পোলিও টিকা কর্মসূচি বন্ধ করেছে তালেবান

আপডেট সময় : ০৬:৪১:০৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আফগানিস্তানে পোলিও টিকার কর্মসূচি বাতিল করেছে তালেবান নিয়ন্ত্রিত সরকার। সোমবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

পোলিওজনিত পক্ষাঘাতগ্রস্ত রোগের প্রাদুর্ভাব কখনো থামানো যায়নি এমন দুটি দেশের একটি আফগানিস্তান এবং অন্যটি পাকিস্তান। আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বেশি পোলিও আক্রান্ত এলাকা।

এমন অবস্থায় টিকার ক্যাম্পেইন বাতিল করার ফলে বিশ্বব্যাপী পোলিও নির্মূল করা কঠিন হয়ে উঠল।

২০২০ সালে আফগানিস্তানে অন্তত ৫৪ জন পোলিও আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তার পরেই জাতিসংঘের সঙ্গে মিলে সে দেশের তৎকালীন সরকার টিকা কর্মসূচি শুরু করেছিল। কিন্তু সে সময় থেকেই তালেবানের একটি গোষ্ঠী সরাসরি পোলিও টিকা দেওয়াকে শরিয়ত বিরোধী হিসাবে চিহ্নিত করে। টিকা দেওয়ার সময় কর্মীদের উপর হামলার ঘটনাও ঘটে তখন।

ডব্লিউএইচও চলতি বছর আফগানিস্তানে ১৮ জন পোলিও রোগী শনাক্ত করেছে। এর আগে ২০২৩ সালে ৬ জন পোলিও রোগী শনাক্ত করা হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, ঘরে ঘরে টিকাদানকে নিরুৎসাহিত করে তালেবান । এর পরিবর্তে মসজিদের মতো জায়গায় টিকা দেয়ার বিষয়ে আলোচনা করতে আগ্রহ দেখিয়েছে তারা।