শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়েছে : শিক্ষামন্ত্রী

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৮১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। দেশের মানুষ যেমন এটি স্বীকার করছে, তেমনি বিশ্ব সম্প্রদায়ও এর স্বীকৃতি দিচ্ছে।
মঙ্গলবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি খেলার মাঠে হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আমরা ২০১২ সালের মধ্যেই এমডিজি অর্জন করেছি। মেয়েরা এখন শিক্ষায় ভাল করছে। শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালভাবে পড়ালেখা করে নিজের জীবনকে সার্থক করে তুলতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা করতে হবে। উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য তাদের নিজেদের প্রস্তুত করতে হবে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে নিজেদের গড়ে তুলতে হবে।

হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, এ কলেজে একটি নতুন ভবনের দোতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। অতি দ্রুত এ ভবনটি আটতলা পর্যন্ত নির্মাণ করা হবে। এছাড়া ১৭টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও একটি কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন তিনি। এ উন্নয়ন কাজে মোট সাড়ে ৮ কোটি টাকা ব্যয় হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এর আগে শিক্ষামন্ত্রী কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

শিক্ষাক্ষেত্রে উন্নতি হয়েছে : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৭:৪৫:১৪ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। দেশের মানুষ যেমন এটি স্বীকার করছে, তেমনি বিশ্ব সম্প্রদায়ও এর স্বীকৃতি দিচ্ছে।
মঙ্গলবার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি খেলার মাঠে হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন, আমরা ২০১২ সালের মধ্যেই এমডিজি অর্জন করেছি। মেয়েরা এখন শিক্ষায় ভাল করছে। শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ভালভাবে পড়ালেখা করে নিজের জীবনকে সার্থক করে তুলতে হবে। একই সঙ্গে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা করতে হবে। উন্নত বাংলাদেশ নির্মাণের জন্য তাদের নিজেদের প্রস্তুত করতে হবে। নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ করে নিজেদের গড়ে তুলতে হবে।

হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করে তিনি বলেন, এ কলেজে একটি নতুন ভবনের দোতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। অতি দ্রুত এ ভবনটি আটতলা পর্যন্ত নির্মাণ করা হবে। এছাড়া ১৭টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও একটি কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা দেন তিনি। এ উন্নয়ন কাজে মোট সাড়ে ৮ কোটি টাকা ব্যয় হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

এর আগে শিক্ষামন্ত্রী কলেজের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য করেন।