শিরোনাম :
Logo শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার Logo হিটের প্রকল্প মূল্যায়নে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান Logo পলাশবাড়ী কালীবাড়ী বাজারে অবৈধ দখল উচ্ছেদ Logo পলাশবাড়ীতে ইউপি সদস্যের  হাত পা ভেঙ্গে দিয়েছে একদল দুর্বৃত্তরা  Logo ঝালকাঠির নবগ্রাম কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে সরেজমিনে ডিজিএম Logo সামাজিক মাধ্যমে অপপ্রচারে জর্জরিত দেশের শিল্পাঙ্গন বিনোদন প্রতিবেদন Logo ইবি কারাতে ক্লাবের নেতৃত্বে নোমান-সাদিয়া Logo গৌরবের অষ্টম বর্ষে আলোর দিশার পদার্পণে থাকছে নানা আয়োজন Logo শিক্ষার্থীদের রিটেক সমস্যা সমাধানে গাফিলতির অভিযোগ যবিপ্রবি প্রশাসনের বিরুদ্ধে  Logo নতুন ভবনেই বদলে যাবে সফিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র”

দীপিকা-রনবীরের সম্পর্কে সত্যিই কি ফাটল ধরেছে?

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭
  • ৭৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শুরুতে সব সম্পর্কই ভালো থাকে। কিন্তু শেষটা কীভাবে হবে সেটাই সম্পর্কের মান বিচার করে দেয়। ঠিক একই প্রশ্নের সামনে দীপিকা পাডুকোন ও রনবীর সিং এর সম্পর্ক। সম্পর্কের হানিমুন পিরিয়ড কাটতে না কাটতেই এই লাভবার্ডস আদৌ সম্পর্কে আছে কি না তাই নিয়ে জল্পনা চলছে বিটাউনে।

রামলীলা বা বাজিরাও মাস্তানির মত ছবিতে এদের কেমিস্ট্রি সকলের নজর কেড়েছিল। কিন্তু বলিউড থেকে হলিউডে দীপিকা পাড়ি দিতেই আস্তে আস্তে বদলে যেতে থাকে তাঁদের সম্পর্কের সমীকরণ। তার উপর ‘xXx: Return of Xander Cage’ এর সহ অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে দীপিকার অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। একটি সাক্ষাৎকারে দীপিকা ভিন ডিজেলের সন্তানের মা হতে চাওয়ার কথা ঘিরে আলোড়ন পড়ে যায়।

দীপিকা ওই সাক্ষাৎকারটিতে ভিন ডিজেল সম্পর্কে বলেছিলেন, “আমি ভাবি, আমরা একসঙ্গে আর আমাদের রসায়ন অসাধারণ। আমরা একসঙ্গে থাকি আর আমাদের সন্তানরা অসাধারণ। কিন্তু এগুলি সবই আমার মস্তিষ্কের চিন্তা ভাবনা”। দীপিকার ইন্সটাগ্রামে ভিন ডিজেলের সঙ্গে বহু ঘনিষ্ঠ ছবি রয়েছে।

এসবের মধ্যে কোথায় যেন চাপা পড়ে গেছে তাঁর আর রনভীরের সম্পর্ক। রনভীরের সঙ্গে সম্পর্কের কথা এড়িয়েও যাচ্ছেন আজকাল দীপিকা। ২০১৬ সালে দীপিকার জন্মদিনকে বিশেষ করে তুলেছিলেন রনভীরই। কিন্তু এবারের জন্মদিনকে বিশেষ করে তোলার দায়িত্বে ছিলেন ভিন ডিজেল।

এমনকি এবারের ভ্যালেন্টাইন্স ডে তেও এই জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়নি। ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক আগের দিনই বরং দীপিকা মুম্বাই ছেড়ে আবার হলিউডের দিকে পাড়ি দেন।

এসব ঘটনাকে এক জায়গায় করেই মনে করা হচ্ছে যে এই অসাধারণ রিয়েল লাইফ কাপলের সম্পর্কে ফাটল ধরেছে। আর দীপভীরের ব্রেক আপের আঁচ পেয়ে হতাশ হয়ে পড়েছে এই জুটির ভক্তকূলও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের তিন দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

দীপিকা-রনবীরের সম্পর্কে সত্যিই কি ফাটল ধরেছে?

আপডেট সময় : ০৭:১৬:৩৩ অপরাহ্ণ, বুধবার, ১ মার্চ ২০১৭

নিউজ ডেস্ক:

শুরুতে সব সম্পর্কই ভালো থাকে। কিন্তু শেষটা কীভাবে হবে সেটাই সম্পর্কের মান বিচার করে দেয়। ঠিক একই প্রশ্নের সামনে দীপিকা পাডুকোন ও রনবীর সিং এর সম্পর্ক। সম্পর্কের হানিমুন পিরিয়ড কাটতে না কাটতেই এই লাভবার্ডস আদৌ সম্পর্কে আছে কি না তাই নিয়ে জল্পনা চলছে বিটাউনে।

রামলীলা বা বাজিরাও মাস্তানির মত ছবিতে এদের কেমিস্ট্রি সকলের নজর কেড়েছিল। কিন্তু বলিউড থেকে হলিউডে দীপিকা পাড়ি দিতেই আস্তে আস্তে বদলে যেতে থাকে তাঁদের সম্পর্কের সমীকরণ। তার উপর ‘xXx: Return of Xander Cage’ এর সহ অভিনেতা ভিন ডিজেলের সঙ্গে দীপিকার অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। একটি সাক্ষাৎকারে দীপিকা ভিন ডিজেলের সন্তানের মা হতে চাওয়ার কথা ঘিরে আলোড়ন পড়ে যায়।

দীপিকা ওই সাক্ষাৎকারটিতে ভিন ডিজেল সম্পর্কে বলেছিলেন, “আমি ভাবি, আমরা একসঙ্গে আর আমাদের রসায়ন অসাধারণ। আমরা একসঙ্গে থাকি আর আমাদের সন্তানরা অসাধারণ। কিন্তু এগুলি সবই আমার মস্তিষ্কের চিন্তা ভাবনা”। দীপিকার ইন্সটাগ্রামে ভিন ডিজেলের সঙ্গে বহু ঘনিষ্ঠ ছবি রয়েছে।

এসবের মধ্যে কোথায় যেন চাপা পড়ে গেছে তাঁর আর রনভীরের সম্পর্ক। রনভীরের সঙ্গে সম্পর্কের কথা এড়িয়েও যাচ্ছেন আজকাল দীপিকা। ২০১৬ সালে দীপিকার জন্মদিনকে বিশেষ করে তুলেছিলেন রনভীরই। কিন্তু এবারের জন্মদিনকে বিশেষ করে তোলার দায়িত্বে ছিলেন ভিন ডিজেল।

এমনকি এবারের ভ্যালেন্টাইন্স ডে তেও এই জুটিকে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়নি। ভ্যালেন্টাইন্স ডে-র ঠিক আগের দিনই বরং দীপিকা মুম্বাই ছেড়ে আবার হলিউডের দিকে পাড়ি দেন।

এসব ঘটনাকে এক জায়গায় করেই মনে করা হচ্ছে যে এই অসাধারণ রিয়েল লাইফ কাপলের সম্পর্কে ফাটল ধরেছে। আর দীপভীরের ব্রেক আপের আঁচ পেয়ে হতাশ হয়ে পড়েছে এই জুটির ভক্তকূলও।