স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলা ও কোটচাঁদপুর, কালীগঞ্জ সহ চুয়াডাঙ্গা জেলার জীবননগরের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী প্রতিষ্ঠান, পথচারী ও সব শ্রেণী পেশার মানুষ জনেরা যে অর্থ দিয়েছিলেন কিছু ঝিনাইদহ ব্লাড ব্যাংক ফাউন্ডেশন সেচ্ছাসেবীদের হাতে। তারা বেশ কিছুদিন পরিশ্রম করে সকল পেশাদার খেটে খাওয়া মানুষের থেকে ৫ টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত আদায় করেন।
দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য। সেই অর্থ দিয়ে বন্যা কবলিত মানুষের জন্য খাদ্য সামগ্রী ওষুধ পত্র সহ বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করেন, সেচ্ছাসেবীরা নিজ দায়িত্বে গাড়ি বহন করে যেয়ে তা তাদের হাতে পৌঁছাতে পেরেছেন এবং ঝিনাইদহ ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের, এক ঝাঁক পরিশ্রমী স্বেচ্ছাসেবী ঝিনাইদহ জেলা সহ দেশের সকলের কাছে দোয়া চেয়েছেন। তারা বলেন আপনাদের দোয়ায় আমরা যেনো আগামী দিন গুলোতে মানুষের রক্তদান সহ সব ধরনের বিপদে পাশে দাড়াতে পারি।