নিউজ ডেস্ক:
চরিত্রের জন্য অভিনেতা-অভিনেত্রীদের কত কিছুই না করতে হয়। যা তাঁরা আসল জীবনে করা তো দূরের কথা, স্বপ্নেও ভাবতে পারেন না, এমন সব কাজও করতে হয় তাঁদের। সোজা কথায় বলতে গেলে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ, চরিত্রের প্রয়োজনে সবকিছু করতে রাজী তাঁরা। কিন্তু এবার আর সিনেমা কিংবা চরিত্রের প্রয়োজনে নয়, রিয়েল লাইফেই রান্না করলেন রণবীর কাপুর। তাও আবার একা নন, আর এক তারকা সাইফ আলি খানের সঙ্গে রান্না করলেন।
‘ওয়েক আপ সিড’ কিংবা ‘বরফি’তে রণবীর কাপুরকে কিংবা ‘সালাম নমস্তে’ ছবিতে সাইফ আলি খানকে আমরা নায়িকার জন্য রান্না করতে দেখেছি। এবার তাঁরা রিয়েল লাইফে রান্না করলেন। তবে কোনও নায়িকা কিংবা স্ত্রীর জন্য নয়।

সদ্যই গেল রণধীর কাপুরের ৭০তম জন্মদিন। গোটা কাপুর পরিবার সেদিন এক ছাদের তলায় হাজির হয়েছিল। বলিউডে তাঁরা একেকজন বড় বড় তারকা হতে পারেন। কিন্তু বাড়িতে তাঁরা শুধুই কাপুর পরিবারের সদস্য। আর সেখানেই রণধীর কাপুরের জন্মদিন সেলিব্রেট করতে রান্না করলেন রণবীর কাপুর এবং সাইফ আলি খান। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কারিশ্মা কাপুর।























































