নিউজ ডেস্ক:আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আলমডাঙ্গার পৌর এলাকার বিভিন্ন দোকানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তিনি আলমডাঙ্গার পৌর এলাকার কাঁছারী বাজার, মাছ বাজার, হলুদ পট্টি, কালিদাসপুর ব্রিজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আলমডাঙ্গার পৌর এলাকার বিভিন্ন দোকানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করেছেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার। গতকাল সোমবার সকাল ১০টার দিকে তিনি আলমডাঙ্গার পৌর এলাকার কাঁছারী বাজার, মাছ বাজার, হলুদ পট্টি, কালিদাসপুর ব্রিজ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শন করেন। এ সময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে এবং পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে স্থানীয় দোকান মালিকদের নির্দেশ দেন। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিতভাবে বিক্রয় করে, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। দোকান মালিকের নির্দিষ্ট দোকানের মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে।’ এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, এসআই আতিকুর রহমান জুয়েল, এএসআই হামিদুল ইসলাম, আলমডাঙ্গার বণিক সমিতির সাধারণ সম্পাদক মীর শফিকুল ইসলাম প্রমুখ।
























































