নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুন পাড়া থেকে নাঈম নামের ১০ বছরের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে আকন্দবাড়িয়া গ্রামের নতুন পাড়ার আসান আলীর ছেলে। এ বিষয়ে নাঈমের পরিবারের পক্ষ থেকে দাদা আব্দুর রাজ্জাক চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা যায়, আকন্দবাড়িয়া গ্রামের নতুনপাড়ার দরিদ্র ভ্যানচালক আসান আলীর ছেলে স্কুলছাত্র নাঈম গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়ি থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলেও সে বাড়িতে ফিরে না এলে গ্রামের বিভিন্ন স্থানে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেন। কোনো জায়গায় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। পরে গতকাল মঙ্গলবার সারা দিন আত্মীয়-স্বজনসহ আশপাশ গ্রামের বিভিন্ন স্থানে খোঁজ করলেও নাঈমকে পাওয়া যায়নি। এরপর চুয়াডাঙ্গা সদর থানায় নাঈমের দাদা আব্দুর রাজ্জাক একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানা গেছে। যার নম্বর ৬৮৫।
























































