নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার মাদকসেবী ও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় এক মাদক কারবারির কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গতকাল সোমবার দামুড়হুদার মেমনগর ও চুয়াডাঙ্গা বুজরুক গড়গড়ি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুবক্কর সিদ্দীক ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার দর্শনা মেমনগর ঘাট এলাকায় অভিযান পরিচালানা করেন। অভিযানকালে ঝিনাইদাহ কোটচাঁদপুর থানার লক্ষীপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তার হওয়া আসামির শরীর তল্লাশি করে তাঁর হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে মোড়ানো অবস্থায় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আশরাফুল ঝিনাইদহের কোটচাঁদপুর থানার লক্ষীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
অপর দিকে, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুক গড়গড়ি থেকে চার মাদকসেবীকে গ্রেপ্তার করেছেন। এসআই লিয়াকত জানান, ৯৯৯ দেওয়া অভিযোগের ভিত্তিতে বুজরুক গড়গড়ি এলাকার মসলেম উদ্দীনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনের অভিযোগে বাড়ির মালিক মৃত মোশারফ হোসেনের ছেলে মসলেম উদ্দীন (৩৫), একই এলাকার ইপা মিয়া (৬৬), শান্তিপাড়ার মৃত খোদাবক্স শেখের ছেলে হাফিজুল শেখ (৩৫) ও গুলশানপাড়ার মৃত আবু ছদ্দিনের ছেলে বিল্লাল হোসেনকে (৪৪) আটক করা হয়।
পরে মাদক সেবনের সরঞ্জামাদিসহ গ্রেপ্তার চারজনকে থানা হেফাজতে সোপর্দ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন ছিল।