নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা। গতকাল রোববার সকালে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পদির্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল খুলনা বিভাগের অন্যতম ১০টি হাসপাতালের মধ্যে অবস্থান করছে। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতাসহ হাসপাতালের সব ক্ষেত্রের প্রশংসা করেন তিনি। এ ছাড়াও হাসপাতলের প্রধান সমস্যা ১ শ শয্যার পূর্ণ জনবল নিয়োগের জন্য চেষ্টা করবেন বলেও জানান তিনি। পরে সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জনের অফিস, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক, হাসপতালের সব কর্তকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ডা. রাশেদা সুলতানার হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, বিএমএ-এর প্রেসিডেন্ট ডা. মার্টিন হিরক চৌধুরী, সেক্রেটারি ডা. আব্দুল লতিফসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারীরা।
























































