রনি আলমের স্বীকারোক্তিমূলক জবানবন্দী
নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে জোড়া খুনের মামলায় রনি আলম নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন তিনি। আটক রনি আলম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কলাবাড়িয়া রামনগর গ্রামের হঠাৎপাড়ার আলীর ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় রনি আলম মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজা তাঁর জবানবন্দী রেকর্ড করেন।
মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব তাঁকে মেহেরপুরের গাংনী উপজেলার হাটবোয়ালিয়া সড়ক থেকে তাঁকে আটক করেন। পরে সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী শেষে আদালতের নির্দেশে রনি আলমকে কারাগারে পাঠানো হয়। এর আগে একই মামলায় ৯ অক্টোবর আবুল কালাম আজাদ কালু ও ২২ সেপ্টেম্বর আব্দুল হালিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন। রনি আলমসহ জোড়া খুনের হত্যা মামলায় ছয়জন আসামিকে আটক করেছে পুলিশ। এর মধ্যে রনি আলমসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দরবেশপুর গ্রামে মাছ ব্যবসায়ী ও যুবলীগের নেতা রোকনুজ্জামান ও হাসান নামের দুজনকে কুপিয়ে হত্যা করে দুর্র্বত্তরা। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় রোকনুজ্জামানের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেন।