জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে চোরের আনাগোনা
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর মানিব্যাগ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজে মধ্যবয়সী এক নারী চোরকে শনাক্ত করা হয়। গত সোমবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, জীবননগর পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড দোয়ারপাড়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি লিটন মিয়া (৩৫) শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য গত শনিবার হাসপাতালে ভর্তি হন। গত সোমবার হাসপাতালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় এক মধ্যবয়সী নারী তাঁর মানিব্যাগ নিয়ে চলে যান। লিটন মিয়া জানান, তাঁর মানিব্যাগে নগদ ৪ হাজার ২ শ টাকা ছিল। পরে হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে ওই মধ্যবয়সী নারী চোরকে শনাক্ত করা হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতাল থেকে রোগীর মানিব্যাগ চুরির বিষয়টি আমি জানি না।’