রবিবার | ১১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাবেক আ.লীগ নেতা ওয়াহিদুল ইসলামের বিএনপিতে যোগদান ঘিরে আশাশুনিতে সমালোচনা ও প্রশ্ন Logo পটিয়ায় মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo এমইএস কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি Logo সন্ত্রাসী হামলায় আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল Logo উৎসবমুখর পরিবেশে ইবির আইসিটি বিভাগের রজতজয়ন্তী উদযাপন Logo কয়েক সপ্তাহের মধ্যে আগাম নির্বাচনের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী Logo ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা Logo মার্কিন ভিসা বন্ডের প্রেক্ষাপটে ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার আহ্বান বাংলাদেশের Logo প্রাচীন জনপদ কাপাসিয়ার পুনর্জাগরণ ও পরিকল্পিত পর্যটন নগরীর স্বপ্ন

কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৪৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণকালে এমপি ছেলুন

 

 

ফলোচার্টঃ সরকারি ৬টি প্রতিষ্ঠান ও ৫৪টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ১৯ লক্ষ ৯১ হাজার টাকার চেক প্রদান

 

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলার ৫৪টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ৬টি সরকারি প্রতিষ্ঠানে ১৯ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০১৮-১৯ অর্থবছরের এ চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় উপস্থিত সব সংগঠনকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘কাউকে পিছিয়ে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আমাদের লক্ষ্য। মানুষের কল্যাণে কাজ করতে হলে অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। যে জায়গায় যেমন বরাদ্দ, সেখানে তেমন যথাযথ ব্যয় করতে হবে। কোথায়, কী কাজে, কেমন ব্যয় করতে চান, তার পরিকল্পনা সমন্বয় করতে হবে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আমাদের সঙ্গে। লক্ষ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে কোনো কাজ না করে নামমাত্র অফিসের চেয়ার-টেবিল কিনে ভুয়া ব্যয়ের হিসাব দেখানো যাবে না। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এখানে যতগুলো এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের একটা তালিকা আমাদের কাছে পাঠাবেন। আমরা যাচাই-বাছাই করে দেখব, এর মধ্যে কোনো জামায়াত-আল বদর আছে কি না। কারণ, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-আল বদরদের সংগঠনে কোনো টাকা যাবে না। এ টাকা নিয়ে তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কাজ করে।’
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. মুহ. শামসুজ্জোহা ও সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।
অনুষ্ঠানে উপস্থিত সরকারি প্রতিষ্ঠান শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ, অপরাধী সংগঠন ও পুনর্বাসন সমিতি, রোগী কল্যাণ সমিতিসহ মোট ৬টি প্রতিষ্ঠান ও চুয়াডাঙ্গা জেলার ৫৪টি সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার ২১টিতে মোট ২ লাখ ১৬ হাজার টাকা, চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি সংগঠনে ৪০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার ১০টি সংগঠনে ১ লাখ টাকা, দামুড়হুদা উপজেলার ১৩টি সংগঠনে ১ লাখ ৩০ হাজার টাকা ও জীবননগর উপজেলার ৬টি সংগঠনে ৬০ হাজার টাকা মোট ৫৪টি প্রতিষ্ঠানে ৫ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতিকে ৬ লাখ টাকা, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী কল্যাণ সমিতিকে ১ লাখ, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী কল্যাণ সমিতিকে ১ লাখ টাকা, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী কল্যাণ সমিতিকে ১ লাখ টাকা, শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদকে ৪ লাখ টাকা এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে ১ লাখ ৪৫ হাজার টাকা মোট ৬টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাবেক আ.লীগ নেতা ওয়াহিদুল ইসলামের বিএনপিতে যোগদান ঘিরে আশাশুনিতে সমালোচনা ও প্রশ্ন

কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য

আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণকালে এমপি ছেলুন

 

 

ফলোচার্টঃ সরকারি ৬টি প্রতিষ্ঠান ও ৫৪টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ১৯ লক্ষ ৯১ হাজার টাকার চেক প্রদান

 

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা জেলার ৫৪টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও ৬টি সরকারি প্রতিষ্ঠানে ১৯ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০১৮-১৯ অর্থবছরের এ চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় উপস্থিত সব সংগঠনকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘কাউকে পিছিয়ে ফেলে নয়, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আমাদের লক্ষ্য। মানুষের কল্যাণে কাজ করতে হলে অনিয়ম থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। যে জায়গায় যেমন বরাদ্দ, সেখানে তেমন যথাযথ ব্যয় করতে হবে। কোথায়, কী কাজে, কেমন ব্যয় করতে চান, তার পরিকল্পনা সমন্বয় করতে হবে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ আমাদের সঙ্গে। লক্ষ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে কোনো কাজ না করে নামমাত্র অফিসের চেয়ার-টেবিল কিনে ভুয়া ব্যয়ের হিসাব দেখানো যাবে না। দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এখানে যতগুলো এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদের একটা তালিকা আমাদের কাছে পাঠাবেন। আমরা যাচাই-বাছাই করে দেখব, এর মধ্যে কোনো জামায়াত-আল বদর আছে কি না। কারণ, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-আল বদরদের সংগঠনে কোনো টাকা যাবে না। এ টাকা নিয়ে তারা রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কাজ করে।’
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. মুহ. শামসুজ্জোহা ও সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান।
অনুষ্ঠানে উপস্থিত সরকারি প্রতিষ্ঠান শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ, অপরাধী সংগঠন ও পুনর্বাসন সমিতি, রোগী কল্যাণ সমিতিসহ মোট ৬টি প্রতিষ্ঠান ও চুয়াডাঙ্গা জেলার ৫৪টি সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার ২১টিতে মোট ২ লাখ ১৬ হাজার টাকা, চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি সংগঠনে ৪০ হাজার টাকা, আলমডাঙ্গা উপজেলার ১০টি সংগঠনে ১ লাখ টাকা, দামুড়হুদা উপজেলার ১৩টি সংগঠনে ১ লাখ ৩০ হাজার টাকা ও জীবননগর উপজেলার ৬টি সংগঠনে ৬০ হাজার টাকা মোট ৫৪টি প্রতিষ্ঠানে ৫ লাখ ৪৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ ছাড়া সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোগী কল্যাণ সমিতিকে ৬ লাখ টাকা, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী কল্যাণ সমিতিকে ১ লাখ, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী কল্যাণ সমিতিকে ১ লাখ টাকা, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগী কল্যাণ সমিতিকে ১ লাখ টাকা, শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদকে ৪ লাখ টাকা এবং অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে ১ লাখ ৪৫ হাজার টাকা মোট ৬টি প্রতিষ্ঠানকে ১৪ লাখ ৪৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।