নিউজ ডেস্ক:ঝিনাইদহ জেলার মহেশপুর থেকে ৪৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। গত বৃহস্পতিবার গভীর রাতে মহেশপুর থানার যাদবপুর সোনাইডাঙ্গা এলাকা হতে তাকে আটক করেছে বলে গতকাল শুক্রবার দুপুরে র্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ী মোঃ আনারুল মন্ডল (৩৫) মহেশপুর থানার বেতবাড়ীয়া মোল্লাপাড়া গ্রামের মৃত এলাহী বক্স ম-লের ছেলে। র্যাবের পক্ষ থেকে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ীরা মহেশপুর থানার যাদবপুর সোনাইডাঙ্গা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনারুল মন্ডলকে গ্রেফতার করে। তার কাছ থেকে এসময় ৪৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ