নিউজ ডেস্ক:মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া ডাক্তারের ৭ দিনের কারাদন্ড এবং সিগারেটের বিজ্ঞাপন বহন করায় দু’হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহর ও সদর উপজেলার আমঝুঁপিতে ওই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মহিদুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আমঝুপি বকুল ক্লিনিকে অভিযান চালায়। এসময় সেখানে আব্দুল হান্নান নামের এক ভুয়া ডাক্তারকে ৭ দিনের কারাদন্ড দেন। হান্নান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পুরন্দরপুর গ্রামের বাসিন্দা। হান্নান ডিপ্লোমা করে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ক্লিনিকে কাজ করছিল। এদিকে তার আগে মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা ট্যোবাকোর প্রতিনিধি সাজ্জাদকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সে সিগারেটের প্যাকেট সম্বলিত বিজ্ঞাপন বহন করছিল।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ