নিউজ ডেস্ক:দর্শনা মোবারকপাড়া থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাতে মোবারকপাড়া থেকে ফেনসিডিল উদ্ধার করে। এসময় দর্শনা মোবারকপাড়ার মৃত ওসমান গণির ছেলে বাবুল আক্তার ও হঠাৎপাড়ার মৃত মোতাহার হোসেনের ছেলে ফজলুর রহমানকে আটক করে। এ ব্যাপারে পুলিশ ৩ জনের বিরুদ্ধে বাদি হয়ে মামলা দায়ের করেছে। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোল্লা সেলিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ায়। এসময় ৬০ বোতল ফেনসিডিলসহ বাবুল আক্তার ও ফজলুর রহমান নামের দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ফেনসিডিল ব্যবসায়ীর হোতা দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনকে পলাতক দেখিয়ে ৩ জনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
শনিবার
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ