মেহেরপুরে বিএনপি প্রার্থী মাসুদ অরুনের সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক:মেহেরপুরে বিএনপি’র নেতাকর্মিদের পুলিশ দিয়ে হয়রানি, প্রচার মাইক, কার্যালয় ভাংচুরের প্রতিবাদসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি’র সভাপতি ও বিএনপি প্রার্থী মাসুদ অরুন।
সংবাদ সম্মেলনে মাসুদ অরুন বলেন, প্রতীক বরাদ্দের পর থেকেই বিভিন্ন গায়েবী মামলায় অজ্ঞাত নামীয় আসামী হিসেবে বিএনপি’র দলীয় নেতাকর্মিদের গণহারে গ্রেপ্তার এবং কর্মিদের বাড়ি বাড়ি পুলিশ অভিযানের মাধ্যমে নেতাকর্মিদের আতঙ্কগ্রস্থ করে এলাকা ছাড়া করা হচ্ছে। আমার প্রচারণার অংশ হিসেবে ব্যবহৃত বিভিন্ন স্থানে প্রচার কর্মিদের ভীতি প্রদর্শন, মারধর, হুমকিসহ গত ১৪ ডিসেম্বর মহাজনপুর ইউনিয়নের কোমরপুর বাজারে নির্বাচনী প্রচারে ইজিবাইক চালককে বেধড়ক মারপিট করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মিরা। একই দিন বিকালে বারাদি বাজারে নির্বাচনী কার্যালয় ভাংচুর করেছে ওই এলাকার আওয়ামী লীগ কর্মিরা।
সংবাদ সম্মেলনে মাসুদ অরুন আরো বলেন, গত তিন মাসে বিএনপির শতাধিক নেতাকর্মি উচ্চ আদালত থেকে জামিনে বের হওয়ার পর জেলগেট থেকে তাদের আটক করা হয়েছে। ইতিমধ্যে আরো অর্ধশতাধিক নেতাকর্মি জামিন পেয়েছেন। কিন্তু পুনরায় আটকের ভয়ে তাদের বের করা যাচ্ছে না। তিনি রির্টানিং অফিসারের প্রতি দাবি করে আরো বলেন, স্বাধীনতার সুতিকাগার মুজিবনগরের মানুষ যেন নিজের ভোট নিজে দিতে পারে সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। নির্বাচন ঘিরে সাদা পোশাকে পুলিশ সদস্যরা বিএনপির নেতাকর্মিদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে, তাদের আতঙ্কিত করে তুলছে সেটা বন্ধ করতে হবে। আমারা জানতে পেরেছি নির্বাচনে যেসকল প্রিজাইডিং ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন তাদের আওয়ামী লীগ দলীয় পরিচয় খোঁজা হচ্ছে। প্রতিটা স্তরে দলবাজি চলছে যাতে জনগণ ভোট দিতে বাধাগ্রস্থ হবে। নিরপেক্ষ অফিসারদের দিয়ে র্নির্বাচন পরিচালনা দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে মেহেরপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাকিরা অংশগ্রহণ করেন।
এসময় তিনি আওয়ামী লীগ কর্মিদের হামলায় ভাংচুর করা কার্যালয় ও ইজিবাইকের ছবি হাতে তুলে দেখান। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি মারুফ আহম্মদ বিজন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবিব সোনাসহ বিএনপি নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।






















































