চুয়াডাঙ্গা প্রতিনিধি:দামুড়হুদার চিৎলায় পারিবারিক কলহের কারণে মুর্শিদা খাতুন (৪৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার চিৎলা গোবিন্দহুদা বাজারপাড়ার মিলন হোসেনের স্ত্রী মুর্শিদা খাতুন। বিবাহিত ৩০ বছর জীবনে সে দুই ছেলে ও এক মেয়ের জননী। বড় ছেলে জিহাদ এসএসসি পরিক্ষার্থী, ছোট ছেলে চিৎলা গোবিন্দহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র। আর মেঝো মেয়ে নুপুরে এখনও মাধ্যমিকের গন্ডী পার হয়নি।
এলাকা সূত্রে জানা যায়, ছোট ছেলে ওজাইফার আবদার মিটাতে বাবা-মায়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মিলনের হাতের কাছে থাকা পেরেক উঠানো ডাইস দিয়ে স্ত্রী, দুই ছেলে ও মেয়েকে মাথা আঘাত করে। এতে তারা গুরুত্বর আহত হন। প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক নেয়ার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিলো। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার অকাল মৃত্যু হয়। বর্তমানে তার স্ত্রীর দায়ের করা মামলায় জেল হাজাতে আছে ঘাতক স্বামী মিলন হোসেন। বিকালের দিকে চিৎলা গোবিন্দহুদা কবরস্থানে নিহত মুর্শিদা খাতুনের দাফনর্কায সম্পন্ন করা হয় বলে জানা গেছে। দামুড়হুদা মডেল থানার এসআই গাজী আব্দুল কাওয়ূম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ