নিউজ ডেস্ক:দর্শনায় পুলিশ পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়ে নুরুল ইসলামকে (৪০) ৬ বোতল ভারতীয় ফেনসিডিল ও শেখ জনিকে (১৯) ৩শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা ও বিকাল ৪টার দিকে তাদেরকে পৃথক পৃথক স্থান হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বেতেঙ্গা গ্রামের আসমত শেখের ছেলে নুরুল ইসলাম ও একই উপজেলার দিলিলপুর গ্রামের মোস্তফা ওরফে মনির ছেলে শেখ জনি। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ২টার দিকে দামুড়হুদার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ এমএম সেলিম হোসেনের নেতৃত্বে এএসআই গোলাম রহমান ও এএসআই লাবলু সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথম মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা জিরাট ঘাট নামক স্থানে। এসময় জিরাট ঘাট সংলগ্ন জাকিরের কাঁঠাল বাগানের সামনের পাকারাস্তার উপর থেকে ৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নুরুল ইসলামকে গ্রেফতার করে। একই দিন বিকাল ৪টার দিকে একই পুলিশ টিম পৃথক আরেকটি অভিযান দর্শনা-মুজিবনগর সড়কের করিমপুর হাফিজিয়া মাদ্রাসার সামনে। এসময় সেখান থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ শেখ জনিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে গতকালই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে। এদিকে, দর্শনা ও আকন্দবাড়িয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি মাদক বিরোধী অভিযান চালিয়েছে। এ অভিযানে ফেনসিডিলসহ হিরোক (৪০) ও গাঁজাসহ নারী মাদকব্যবসায়ী আলেয়াকে (৩৬) আটক করেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করে থানা পুলিশে সোপর্দ করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (আবকারী) অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এএসআই আকবারসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার সকাল সাড়ে ১০টার মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা পৌর এলাকার রেলবাজার ফুলতলা সংলগ্ন কেরুজ কোয়ার্টারে। এসময় কেরুজ কোয়ার্টারের বসবাসকারী আশুতোষ সেন গুপ্তর ছেলে আলোচিত মাদকব্যবসায়ী হিরোক সেন গুপ্তর (৪২) এর ঘরে অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। এসময় হিরোককে ফেনসিডিলসহ আটক করা হয়। একইদিন বেলা ১১টার দিকে পৃথক আরেকটি অভিযান চালায় একইটিম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসনে। এসময় আবাসনের জসীম মিয়ার বসবাসকৃত ঘরে তল্লাসী চালিয়ে দেড়শ গ্রাম গাঁজাসহ তার স্ত্রী আলোচিত নারী মাদকব্যবসায়ী আলেয়াকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুটি মাদক আইনে মামলা দায়ের করে হিরোককে দামুড়হুদা মডেল থানায় ও আলেয়াকে চুয়াডাঙ্গা থানা পুলিশে সোপর্দ করেছে।