১৭ হাজার ডলারসহ কুমিল্লার সাব্বির আটক
নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার জয়নগর চেকপোষ্ট থেকে ১৭ হাজার ইউএস ডলারসহ হোসেন মোহাম্মদ সাব্বিরকে (৪০) আটক করেছে দর্শনা বিজিবি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা চেকপোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গা পুস্পরানি গ্রামের আ. মালেকের ছেলে। বিজিবি জানায়, মঙ্গলবার সন্ধা সাড়ে ৬ টার দিকে বাংলাদেশী নাগরিক হোসেন মোহাম্মদ সাব্বির পাসপের্টিযোগে (পাসপোর্ট নং-ইজ-০৭৫০১৪২) দর্শনা গেদে চেকপোস্ট সীমান্ত দিয়ে ইউএস ডলারসহ দেশে প্রবেশ করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসার পরপরই বিজিবির হাবিলদার আওয়াল হোসেন তাকে আটক করে। পরে তার ব্যাগ তল্লাশি করে ১৭ হাজার ২শ’ ইউএস ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ১৪ লাখ টাকা) উদ্ধার হয়।
বৃহস্পতিবার
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ