শিরোনাম :
Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ 

ইংল্যান্ডের লিডসের রাউন্ডহে পার্কে পিচের উপর ক্রিকেট মাঠের উপর প্রেমিক প্রেমিকার সঙ্গম !

  • আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ক্রিকেট মাঠে সাধারণ ব্যাট-বল নিয়ে খেলা করতে দেখা যায়। কিন্তু ইংল্যান্ডের লিডসের রাউন্ডহে পার্কে যে খেলা হলো তা হয়তো কেউ ভুলেও ভাবেনি। যদিও ক্রিকেট খেলা করতেই সেখানেও ভিড় জমায় খুদে ক্রিকেটাররা। রবিবার সেই ভিড় ছিল আরও বেশি। কিন্তু হঠাৎ সেখানেই পিচের উপর দিনের আলোয় সঙ্গমে লিপ্ত হয়ে গেল এক মদ্যপ যুগল। যা সাধারণত ভাবতেও পারে না মানুষ, সেই কাজই করে দেখাল তারা।

শুধু তাই নয়, কাহিনীতে আরও চমক রয়েছে। ওই যুবকের অভিভাবকও উপস্থিত ছিলেন মাঠেই। ছেলের কাণ্ড দেখে হতবাক তাঁরা। তাদের কীর্তি রুখতে এগিয়ে যান যুবকের বাবা। ছেলেকে টেনে তোলার চেষ্টা করেন। হুঁশ ফেরাতে চড়ও দিয়ে বসেন। কিন্তু কোথায় কী! জ্ঞান-বুদ্ধি তখন সবই হারিয়েছে ছেলে। অন্তরঙ্গ মুহূর্ত যে প্রকাশ্যে এসে পড়েছে, তা তখন তার মাথাতেই নেই। এদিকে এমন কাণ্ডে রাগে ও লজ্জায় পুলিশকেই ফোন করে বসেন যুবকের বাবা। আর এসব ঘটনাই ক্যামেরাবন্দি করেন যুবকের মা। পরে পুলিশকে তিনি জানান, ছোট-ছেলেমেয়েদের সামনেই যৌন মিলনে লিপ্ত হয় যুগল। একবার নিষেধ করায় খানিকক্ষণ থামলেও ফের একই কাজ করে তারা।

যদিও পুলিশ আসতে ৪৫ মিনিটের মতো সময়। আর এই সুযোগে পুলিশকে খবর দিলেও তারা ঘটনাস্থলে প্রায় ৪৫ মিনিট দেরিতে পৌঁছায়। ফলে ততক্ষণে যুগলের কাণ্ডকারখানার খবর আরও ছড়িয়ে পড়ে।

যুবকের বাবা পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও বার বার ব্যর্থ হন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাঠ ছেড়ে পালিয়ে যায় প্রেমিক যুগল। কীভাবে ক্রিকেট মাঠে এমন কাণ্ড ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ। সেই সঙ্গে পুলিশে জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ইতিমধ্যেই এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ আগস্ট আদালতে তোলা হবে অভিযুক্তকে। তবে এই নারী ওই মাঠের নারী কিনা, তা এখনও স্পষ্ট নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

ইংল্যান্ডের লিডসের রাউন্ডহে পার্কে পিচের উপর ক্রিকেট মাঠের উপর প্রেমিক প্রেমিকার সঙ্গম !

আপডেট সময় : ০২:৩০:১৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮

নিউজ ডেস্ক:

ক্রিকেট মাঠে সাধারণ ব্যাট-বল নিয়ে খেলা করতে দেখা যায়। কিন্তু ইংল্যান্ডের লিডসের রাউন্ডহে পার্কে যে খেলা হলো তা হয়তো কেউ ভুলেও ভাবেনি। যদিও ক্রিকেট খেলা করতেই সেখানেও ভিড় জমায় খুদে ক্রিকেটাররা। রবিবার সেই ভিড় ছিল আরও বেশি। কিন্তু হঠাৎ সেখানেই পিচের উপর দিনের আলোয় সঙ্গমে লিপ্ত হয়ে গেল এক মদ্যপ যুগল। যা সাধারণত ভাবতেও পারে না মানুষ, সেই কাজই করে দেখাল তারা।

শুধু তাই নয়, কাহিনীতে আরও চমক রয়েছে। ওই যুবকের অভিভাবকও উপস্থিত ছিলেন মাঠেই। ছেলের কাণ্ড দেখে হতবাক তাঁরা। তাদের কীর্তি রুখতে এগিয়ে যান যুবকের বাবা। ছেলেকে টেনে তোলার চেষ্টা করেন। হুঁশ ফেরাতে চড়ও দিয়ে বসেন। কিন্তু কোথায় কী! জ্ঞান-বুদ্ধি তখন সবই হারিয়েছে ছেলে। অন্তরঙ্গ মুহূর্ত যে প্রকাশ্যে এসে পড়েছে, তা তখন তার মাথাতেই নেই। এদিকে এমন কাণ্ডে রাগে ও লজ্জায় পুলিশকেই ফোন করে বসেন যুবকের বাবা। আর এসব ঘটনাই ক্যামেরাবন্দি করেন যুবকের মা। পরে পুলিশকে তিনি জানান, ছোট-ছেলেমেয়েদের সামনেই যৌন মিলনে লিপ্ত হয় যুগল। একবার নিষেধ করায় খানিকক্ষণ থামলেও ফের একই কাজ করে তারা।

যদিও পুলিশ আসতে ৪৫ মিনিটের মতো সময়। আর এই সুযোগে পুলিশকে খবর দিলেও তারা ঘটনাস্থলে প্রায় ৪৫ মিনিট দেরিতে পৌঁছায়। ফলে ততক্ষণে যুগলের কাণ্ডকারখানার খবর আরও ছড়িয়ে পড়ে।

যুবকের বাবা পরিস্থিতি সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও বার বার ব্যর্থ হন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাঠ ছেড়ে পালিয়ে যায় প্রেমিক যুগল। কীভাবে ক্রিকেট মাঠে এমন কাণ্ড ঘটল, তার তদন্তে নেমেছে পুলিশ। সেই সঙ্গে পুলিশে জানিয়েছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য ইতিমধ্যেই এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ আগস্ট আদালতে তোলা হবে অভিযুক্তকে। তবে এই নারী ওই মাঠের নারী কিনা, তা এখনও স্পষ্ট নয়।