শিরোনাম :
Logo প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ Logo ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি Logo দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ Logo উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ Logo ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলনে যোগ দিতে বাসের ব্যবস্থা করল যবিপ্রবি প্রশাসন Logo আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা Logo সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

শার্শার শ্যামলাগাছী তিনমোহনায় পরিবহন-নছিমন সংঘর্ষ,নিহত ২ আহত ৮

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৮:৩৩:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
  • ৭৮৩ বার পড়া হয়েছে

এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধিঃ  মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছী তিনমোহনা মোড়ে ঢাকাগামী  পরিবহন ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আটজন আহত হয়েছে।

স্থানীয়রা জানায় মঙ্গলবার (২৯শে মে) ভোর ৪টার দিকে শ্যমলাগাছি তিনমোহনা মোড়ে পরিবহন ও নছিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় দুর্ঘটনার খবর শুনে দ্রুত স্থারীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরুকরে।তারা আসার আগেই পরিবহন দ্রুত চলেযায়।নছিমনের যাত্রীরা সকলেই বাগানে আমভাঙ্গার উদ্যেশ্য যাচ্ছিল।এরা শ্যামলাগাছি তিনমোহনা মোড়ে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহন   সামনে থেকে এসে নছিমনকে মেরেদিলে ঘটনাস্থলেই দু’জন মারাযায়।এতে আহত হয় আটজন। নিহত দুজন হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কুমুরি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৭) ও একই গ্রামের নূরআলী সর্দারের ছেলে জিয়াউর রহমান (৩৫)।

নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া জানান পরিবহনের নাম জানাযায়নি তবে খুজেবের করাহবে।তিনি বলেন এরা সকলেই আম ভাঙতে যাচ্ছিল পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।

আহতদের তিনজনকে বাগআঁচড়া বাজারের আমিনা ক্লিনিকে ও অন্য পাচজনকে নাভারন বুরুজ বাগান হাসপাতালে ভর্তিকরা হয়।আহতরা হলেন ঝিকরগাছার কুমুরি গ্রামের  মনিরুল ইসলামের ছেলে শাওন(১৬) আবুল হোসেনের ছেলে তাজু(১৮) ও ইয়কুব্বার আলীর ছেলে ইমরান (২০) ফারুক হোসেনের ছেলে জাহিদ(২৪) জাকের আলীর ছেলে কামাল (২৯)জানালী সর্দারের ছেলে আইউব(২৫) ইসমাইল হোসেনের ছেলে ছিদ্দিক(৩০) ও কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামের ফজের আলীর ছেলো ইসমাইল (৩০) এরা সকলেই আশংকামুক্ত বলে চিকিৎরা জানিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

শার্শার শ্যামলাগাছী তিনমোহনায় পরিবহন-নছিমন সংঘর্ষ,নিহত ২ আহত ৮

আপডেট সময় : ০৮:৩৩:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ মে ২০১৮

এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধিঃ  মঙ্গলবার ভোরে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছী তিনমোহনা মোড়ে ঢাকাগামী  পরিবহন ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও আটজন আহত হয়েছে।

স্থানীয়রা জানায় মঙ্গলবার (২৯শে মে) ভোর ৪টার দিকে শ্যমলাগাছি তিনমোহনা মোড়ে পরিবহন ও নছিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় দুর্ঘটনার খবর শুনে দ্রুত স্থারীয়রা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরুকরে।তারা আসার আগেই পরিবহন দ্রুত চলেযায়।নছিমনের যাত্রীরা সকলেই বাগানে আমভাঙ্গার উদ্যেশ্য যাচ্ছিল।এরা শ্যামলাগাছি তিনমোহনা মোড়ে পৌছালে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহন   সামনে থেকে এসে নছিমনকে মেরেদিলে ঘটনাস্থলেই দু’জন মারাযায়।এতে আহত হয় আটজন। নিহত দুজন হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার কুমুরি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৭) ও একই গ্রামের নূরআলী সর্দারের ছেলে জিয়াউর রহমান (৩৫)।

নাভারন হাইওয়ে পুলিশের সার্জেন্ট পলিটন মিয়া জানান পরিবহনের নাম জানাযায়নি তবে খুজেবের করাহবে।তিনি বলেন এরা সকলেই আম ভাঙতে যাচ্ছিল পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।

আহতদের তিনজনকে বাগআঁচড়া বাজারের আমিনা ক্লিনিকে ও অন্য পাচজনকে নাভারন বুরুজ বাগান হাসপাতালে ভর্তিকরা হয়।আহতরা হলেন ঝিকরগাছার কুমুরি গ্রামের  মনিরুল ইসলামের ছেলে শাওন(১৬) আবুল হোসেনের ছেলে তাজু(১৮) ও ইয়কুব্বার আলীর ছেলে ইমরান (২০) ফারুক হোসেনের ছেলে জাহিদ(২৪) জাকের আলীর ছেলে কামাল (২৯)জানালী সর্দারের ছেলে আইউব(২৫) ইসমাইল হোসেনের ছেলে ছিদ্দিক(৩০) ও কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামের ফজের আলীর ছেলো ইসমাইল (৩০) এরা সকলেই আশংকামুক্ত বলে চিকিৎরা জানিয়েছেন।