নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল থানায় শনিবার (২৪ মার্চ) বিকালে ওপেন হাউডে সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাখের হোসেন সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। উপজেলার সার্বিক আইনশূঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, পুলিশিং কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে হাফেজ মোঃ আজিজুল ইসলাম, আসাদুজ্জামান রতন, মোঃ সাইদুল ইসলাম, শ্রমিক নেতা শহিদুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলায় মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সকলেই একমত পোষন করেন। নবযোগদান কারী অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী সকলের সহযোগীতা কামনা করেন। সভায় স্বল্লোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়শীল দেশে উত্তরণ হওয়ায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়। সভা পরিচালনা করেন উপ-পরিদর্শক ফিরোজ আহম্মেদ। সভায় পুলিশিং কমিটির ১২ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুক্রবার
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ