ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খালকুলা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, শনিবার দুপুরে মোটর সাইকেল যোগে দু’জন ব্যক্তি খালকুলা প্রাইমারী স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে হঠাৎ করে মোটর সাইকেল গর্তে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলে পেছনে বসে থাকা ব্যক্তি নিহত হন। এ দুর্ঘটনায় মোটর সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুশলিবাসা এলাকার মৃত খন্দকার রায়হানের ছেলে খন্দকার শামসুজ্জোহা (৬০) এবং আহত ব্যক্তি একই উপজেলার ঢলনগর গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম(৪৫)। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বুধবার
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ