মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি ॥ ‘‘চালালে গাড়ী সাবধানে, বাঁচবে সবাই প্রাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে পেশাজীবি গাড়ী চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন সংক্রান্ত প্রশিক্ষন দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বিআরটিএ মেহেরপুর অফিসের উদ্যোগে অফিসরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয় । অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ও ড্রাইভিং কম্পিটেন্সী টেস্ট বোর্ডের সভাপতি শেখ ফরিদ আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইসেন্স নবায়ন সংক্রান্ত প্রশিক্ষনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিয়ার রহমান। লাইসেন্স নবায়ন সংক্রান্ত প্রশিক্ষক ছিলেন মেডিকেল অফিসার ডা: এ.কে.এম ফয়সাল কবির, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন, বিআরটিএ চুয়াডাঙ্গা-মেহেরপুর সার্কেল মোটরযান পরিদর্শক এস এম সবুজ। প্রশিক্ষনে চালকদের ঘুম ঘুম অবস্থায় গাড়ি না চালানো, মাদক জাতীয় দ্রবাদি গ্রহন করে গাড়ি চালানো যাবে না, গাড়ী চালানোর সময় মোবাইলে কথা বলা যাবে না, কোন অবস্থায় হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না, রাস্তায় গাড়ি চালানোর সময় যাবতীয় বৈধ কাগজপত্র সঙ্গে রাখতে হাবে এসব বিয়য়সহ বিভিন্ন ভাবে অবগতি করা হয়।
এসময় সেখানে সহকারী ম্যাকানিক্যাল ওবাইদুর রহমান, কম্পিউটার অপারেটর নুর হাসান সজিবসহ ৪৮ জন পেশাজীবি গাড়ী চালকদেররা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার
১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ