নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৫ই নভেম্বর) যুগান্তর স্বজন সমাবেশ নান্দাইল উপজেলা শাখা ও হক ফাতেমা পাঠাগারের উদ্দ্যোগে আচারগাঁও ইউনিয়নের নাখেরাজ গ্রামের আশার আলো কিন্ডারগার্টেন এর বার্ষিক পুরষ্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠানের প্রাক্কালে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো হয়। নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বাল্যবিবাহ প্রতিরোধকল্পে শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির, ডেপুটি কমান্ডার ড. মোঃ আবুল কালাম, আচারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কাইয়ূম, সৌদী প্রবাসী সমাজ সেবক মোঃ তফাজ্জল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা নান্দাইল উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ উদ্দিন ফকির রঞ্জু, সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু, গাংগাইল ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও স্বজন সমাবেশের সিনিয়র সহ-সভাপতি মোঃ নেকবর আলী মাস্টার, নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও স্বজন সমাবেশের প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ আবুল হাসেম, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান ফকির, আচারগাঁও ইউপি’র সদস্যা মোছাঃ সোলায়মান শিরিন, মেম্বার মোঃ নুরুল হক, মাওলানা তাজুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ আব্দুস সামাদ, ইসলাম উদ্দিন, মোবারক হোসেন সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল হক মঞ্জু।