ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা শহরের মা ও শিশু হাসপাতালে পাশের একটি গোডাউন থেকে সাড়ে ৩’শ প্যাকেট নকল সিগারেট জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে ওই এলাকার সমর নামের এক ব্যক্তির গোডাউন থেকে এ সিগারেট জব্দ করা হয়। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক দাউদ হোসেন জানান, ঢাকা টোব্যাকোর শেখ ব্র্যান্ডের অনুরুপ নামে সিগারেট বিক্রিয় করা আসছিলো সমর নামের ওই ব্যবসায়ী। এই সংক্রান্ত একটি অভিযোগ ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে দায়ের করে ঢাকা টোব্যাকো কোম্পানী। এই অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ডিবি পুলিশের পরিদর্শক শেখ হাফিজুর রহমান, শামসুজ্জোহা, আবুল খায়ের, এস আই মখলেছুর রহমান, এ এস আই আশরাফ, সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাড়ে ৩’শ প্যাকেট সিগারেট জব্দ করেন। ব্যবসায়ী সমর দীর্ঘদিন ধরে ভোক্তাদের সাথে এমন প্রতারনা ও অসাধু ব্যাবসা করে আসছিল বলে জানায় পুলিশ।
শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ