মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে অস্ত্র মামলায় আন্তজেলা ডাকাত দলের সদস্য লিটন আলী বিশ্বাসকে ১০ বছর সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল-চতুর্থ আদালতের বিচারক তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডাদেশপ্রাপ্ত লিটন আলী বিশ্বাস সদর উপজেলার পিরোজপুর গ্রামের সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে ।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১১ নভেম্বর সদর থানার এসআই আবুল কাশেম সদর উপজেলার নুরপুর অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ লিখন আলী বিশ্বাসকে আটক করে। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই আব্বাস আলী আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় ৭ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
মামলায় রাষ্ট্র পক্ষে সহকারি পাবলিক প্রসিকিউটর রুস্তুম আলী এবং আসামি পক্ষে আসাদুল আজম আইনজীবীর দায়িত্ব পালন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রুস্তুম আলী জানান, এক বছরের মধ্যে অস্ত্র মামলার মতো একটি গুরত্বপূর্ণ মামলার বিচার কাজ শেষ হয়ে রায় ঘোষনা হলো। এটি একটি নজির। তিনি আশা করে জানান, উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।
সোমবার
১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ