নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেন, নির্বাচন কিভাবে হবে এটা একটা নির্ধারিত বিষয়, এটা নিয়ে কথা বলে লাভ নেই। নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার আর কোন সুযোগ নেই। গতকাল ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে দুই দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালিন সরকার বা তত্ত্ববাধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোন লাভ নেই। জনগণের প্রতি বিশ্বাস রাখুন। জনগণ যাদের যোগ্য মনে করবে তাদের ভোট দিয়ে বিজয়ী করবে। আমরা যদি ভোটে হেরে যাই মেনে নেব। তিনি বলেন, সংবিধানের বাহিরে আমরা যাবো না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। ১০ বছর আগে যা হয়েছে এখন আর তা হবে না।
ঢাকা রিপোর্টারস ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সভায় বাংলাদেশ ডায়াবেটিকস সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ, কমিউনিটি ক্লিনিকের প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসেম খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সদস্য নুরুল ইসলাম হাসিব।