ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপায় আদালতের নির্দেশ মোতাবেক ১৪৪ ধারা উপেক্ষা করে ধরন্ত আম গাছ রাতের আধারে উপড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ২৫শে আগষ্ট শুক্রবার গভীর রাতে শৈলকুপা পৌর এলাকার ফাজিলপুর মহিলা ডিগ্রী কলেজের পাশ্ববর্তী অঞ্চলে। এ ঘটনায় জমির মালিক মোস্তাফিজুর রহমান রোববার শৈলকুপায় থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন, যার নং-১১৬৬, তাং-২৭/০৮/২০১৭ইং। সাধারন ডায়েরী সূত্রে জানা গেছে, শৈলকুপা পৌর এলাকার কোর্টপাড়ার মোস্তাফিজুর রহমান ওয়ারেশ সূত্রে পাওয়া ফাজিলপুর মৌজার (জমির দাগ নং-৪৭৭, সাবেক দাগ-২২৯) জমিতে সীমানা প্রাচির নির্মাণ করে আম গাছের বাগান করেন। কিন্তু উক্ত জমি নিয়ে বিরোধ চলায় মোস্তাফিজুর রহমান বিবাদী আসিকুর রহমান কাকনের নামে আদালতে মামলা দায়ের করেন।
মামলা নং- শৈলঃ পি-১৯৯/২০১৭। এই মামলার প্রেক্ষিতে আদালত উক্ত জমিতে ১৪৪ ধারা জারি করেন। মোস্তাফিজুর রহমান জানান, ১৪৪ ধারা জারি থাকা সত্বেও আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রতিপক্ষ আসিকুর রহমান কাকন রাতের আধারে জমিতে প্রবেশ করে ধরন্ত আম গাছের বাগান ধ্বংস করে। সবগুলো আম গাছের চারা উপড়িয়ে ফেলে। উক্ত জমি সংক্রান্ত মামলা আদালতে চলমান রয়েছে। আদালতের নির্দেশ মোতাবেক তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এ,এস,আই প্রলয় কুমার চক্রবর্তী গত শনিবার সকালে উক্ত জমি সরেজমিন পরিদর্শনে যায়। কিন্তু পূর্বেই এখবর পেয়ে শুক্রবার রাতে প্রতিপক্ষ আসিকুর রহমান কাকন তার বড় বোন রুমি আফরোজার নির্দেশ মোতাবেক বিবাদমান জমি থেকে সমস্ত আম গাছ উপড়িয়ে ফেলে। এ ঘটনায় তিনি শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।