শিরোনাম :
Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

ফেসবুক প্রোফাইল গোপন রাখার সহজ উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তথ্য-প্রযুক্তির এই যুগে সামাজিক যোগেযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। তবে এখানে অনেক ব্যবহারকারীই আছেন যারা একটু নিজের মতো থাকতে পছন্দ করেন।

অর্থাৎ, তাঁরা শুধুমাত্র বন্ধুবান্ধব এবং পরিচিত কাছের লোকেদের নিজের ফ্রেন্ডলিস্টে রাখতে চান। সেইসঙ্গে চান, নিজের বন্ধুরা ছাড়া কেউ যেন তাঁর ফেসবুক প্রোফাইলটাই খুঁজে না পায়। এমনকি তাঁর ইমেল-আইডি দিয়ে খুঁজলেও নয়।

হ্যাঁ, সেই উপায়ও আছে ফেসবুকে। আপনি চাইলেই আপনার অ্যাকাউন্টে এমনভাবে অপশন সেট করে রাখতে পারবেন, যাতে আপনার বন্ধুরা ছাড়া আর কেউ খুঁজে পাবেন না আপনাকে। তবে আর আর দেরি না করে চলুন জেনে নেই ফেসবুক অ্যাকাউন্ট গোপন রাখার সেই কৌশলটি সম্পর্কে।

ধাপ-১: প্রথমেই আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করে একদম ওপরে ডানদিকে যে অ্যারো (arrow) চিহ্নটি রয়েছে, সেটিতে ক্লিক করতে হবে।

ধাপ-২: এরপর স্ক্রিনের বা-দিকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে।

ধাপ-৩: সেখানে ‘Who can contact me’ লেখাটি দেখতে পাওয়া যাবে। এই লেখাটির ডানদিকে এডিট অপশনটি থাকবে। এরপর সেখানে ক্লিক করতে হবে এবং ‘Everyone’ এর বদলে ‘Friends of friends’ অপশনটি রাখতে হবে। এরফলে আপনার ফ্রেন্ডলিস্টের বন্ধুদের যারা কমন ফ্রেন্ড, তাঁরাই শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে।

ধাপ-৪: এর ঠিক নিচেই অপশন আছে, ‘Who Can Look You Up, Using the Email Address You Provided’। এই অপশনটিতে ক্লিক করে ডানদিকে এডিট অপশনে যেতে হবে। এখানেও ‘Everyone’ এর বদলে ‘Friends of friends’ অথবা ‘Friends’ অপশনটি রাখতে হবে।

ধাপ-৫: একইরকমভাবে ‘Who Can Look You Up Using the Phone Number You Provided’ অপশনটিও এডিট করতে হবে।

ধাপ-৬: ওপরের সমস্ত অপশনগুলো ঠিকমতো সিলেক্ট হয়ে গেলে একটি বক্স আসবে, যাতে লেখা থাকবে, ‘Do You Want Search Engines Outside of Facebook to Link to Your Profile’। এই অপশনটিতে ক্লিক করে তা বন্ধ করে দিন।

এবার আপনি নিশ্চিন্ত! এখন আপনার ফেসবুক প্রোফাইলটি অচেনা কারোর পক্ষে খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না। অনেকসময় বিভিন্ন রকমের ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও ফেসবুক ব্যবহারকারীরা এই অপশনটি ব্যবহার করে থাকেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ফেসবুক প্রোফাইল গোপন রাখার সহজ উপায় !

আপডেট সময় : ০২:২৫:৫২ অপরাহ্ণ, রবিবার, ১৩ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

তথ্য-প্রযুক্তির এই যুগে সামাজিক যোগেযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ফেসবুক। তবে এখানে অনেক ব্যবহারকারীই আছেন যারা একটু নিজের মতো থাকতে পছন্দ করেন।

অর্থাৎ, তাঁরা শুধুমাত্র বন্ধুবান্ধব এবং পরিচিত কাছের লোকেদের নিজের ফ্রেন্ডলিস্টে রাখতে চান। সেইসঙ্গে চান, নিজের বন্ধুরা ছাড়া কেউ যেন তাঁর ফেসবুক প্রোফাইলটাই খুঁজে না পায়। এমনকি তাঁর ইমেল-আইডি দিয়ে খুঁজলেও নয়।

হ্যাঁ, সেই উপায়ও আছে ফেসবুকে। আপনি চাইলেই আপনার অ্যাকাউন্টে এমনভাবে অপশন সেট করে রাখতে পারবেন, যাতে আপনার বন্ধুরা ছাড়া আর কেউ খুঁজে পাবেন না আপনাকে। তবে আর আর দেরি না করে চলুন জেনে নেই ফেসবুক অ্যাকাউন্ট গোপন রাখার সেই কৌশলটি সম্পর্কে।

ধাপ-১: প্রথমেই আপনার ফেসবুক প্রোফাইল ওপেন করে একদম ওপরে ডানদিকে যে অ্যারো (arrow) চিহ্নটি রয়েছে, সেটিতে ক্লিক করতে হবে।

ধাপ-২: এরপর স্ক্রিনের বা-দিকে প্রাইভেসি অপশনে ক্লিক করতে হবে।

ধাপ-৩: সেখানে ‘Who can contact me’ লেখাটি দেখতে পাওয়া যাবে। এই লেখাটির ডানদিকে এডিট অপশনটি থাকবে। এরপর সেখানে ক্লিক করতে হবে এবং ‘Everyone’ এর বদলে ‘Friends of friends’ অপশনটি রাখতে হবে। এরফলে আপনার ফ্রেন্ডলিস্টের বন্ধুদের যারা কমন ফ্রেন্ড, তাঁরাই শুধুমাত্র আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে।

ধাপ-৪: এর ঠিক নিচেই অপশন আছে, ‘Who Can Look You Up, Using the Email Address You Provided’। এই অপশনটিতে ক্লিক করে ডানদিকে এডিট অপশনে যেতে হবে। এখানেও ‘Everyone’ এর বদলে ‘Friends of friends’ অথবা ‘Friends’ অপশনটি রাখতে হবে।

ধাপ-৫: একইরকমভাবে ‘Who Can Look You Up Using the Phone Number You Provided’ অপশনটিও এডিট করতে হবে।

ধাপ-৬: ওপরের সমস্ত অপশনগুলো ঠিকমতো সিলেক্ট হয়ে গেলে একটি বক্স আসবে, যাতে লেখা থাকবে, ‘Do You Want Search Engines Outside of Facebook to Link to Your Profile’। এই অপশনটিতে ক্লিক করে তা বন্ধ করে দিন।

এবার আপনি নিশ্চিন্ত! এখন আপনার ফেসবুক প্রোফাইলটি অচেনা কারোর পক্ষে খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না। অনেকসময় বিভিন্ন রকমের ঝামেলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও ফেসবুক ব্যবহারকারীরা এই অপশনটি ব্যবহার করে থাকেন।