লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ফতেহপুর গ্রামে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গৃহবধু ও প্রবাসীকে গাছের সাথে বেধে নির্যাতন মামলার আসামী সিরাজ উল্যাহ ও ফারুক হোসেনকে গ্রেফতার করে। মামলার সংবাদ পেয়ে ইউপি মেম্বার ফারুক আহমেদ,আ‘লীগ সভাপতি মোহাম্মদ উল্যাহ ডাক্তারসহ ঘটনার সাথে জড়িতরা আত্মগোপন করে। এদিকে চন্ডিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া নিজেকে রক্ষা করতে আ‘লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন স্থানে ততবিরও চালিয়ে যাচ্ছে।
রামগঞ্জ থানার তদন্ত ওসি জাফর আহমেদ বলেন,গৃহবধু পারুল বেগম ও প্রবাস ফেরত সবুজকে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে গাছের সাথে বেধে পাশবিক নির্যাতন,মুচলেকা আদায় ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নির্যাতিত গৃহবধু পারুক বেগম বাদি হয়ে অজ্ঞাত ১০/১২জন এবং ১৩জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২ আসামীকে গ্রেফতার করলে সক্ষম হয়। ইউপি মেম্বার ফারুক আহমেদসহ অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্যঃ ১লা আগস্ট ভোর রাতে ফতেহপুর আকঞ্জী বাড়ির প্রবাসী ফেরত সবুজ ও গৃহবধু পারুক বেগমকে অনৈতিক সর্ম্পকের অভিযোগে মেম্বার এর ভগ্নিপ্রতি বাবু,ওয়ার্ড আ‘লীগের সভাপতি মোহাম্মদ উল্যাহ ডাক্তার এর লোকজন গাছের সাথে বেধে পাশবিক নির্যাতন চালিয়ে বসতঘরে জিম্মি করে রাখে। ঘটনার ৩দিন পর শুক্রবার থানা পুলিশ নির্যাতিতদের উদ্ধার করে মামলা নিয়ে নির্যাতিতদের রামগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসা প্রদান করে।