শিরোনাম :

এলিয়েন খুঁজতে নাসায় নিয়োগ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এই পৃথিবীর জন্য কিছু করার বাসনা রয়েছে কি আপনার মনে? এমন কোন কাজ যা শুধু দেশ নয় সমগ্র পৃথিবীর জন্য। যে কাজ করলে শুধু মানুষ নয়, পৃথিবীর সকল প্রাণী আপনার কাছে ঋণী হয়ে থাকবে, আর তার পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে উঠবে। না তা নিয়ে অবশ্য ভয়ের কিছু নেই। কারণ এই সুযোগ করে দিচ্ছে স্বয়ং NASA। এলিয়েন তাড়িয়ে কোটি টাকারও বেশি পেতে পারেন আপনি।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, NASA, প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার-এর পদের জন্য বিজ্ঞপ্তি দেয়, যার মূল কাজ বিশ্ব এবং বিশ্ববাসীকে এলিয়েন-দের হাত থেকে রক্ষা করা। এই কাজের জন্য NASA প্রতি বছর ১২৪,৪০৬ মার্কিন ডলার থেকে ১৮৭,০০০মার্কিন ডলার দেবে, অর্থাৎ, প্রায় ৮০লাখ থেকে ১কোটি ২০লাখ টাকা আপনি পেতে প্রতি বছর। এই চাকরিতে সেইসব ব্যক্তিরা আবেদন করতে পারবেন, যারা ইঞ্জিনিয়ারিং-এ তুখোড়। এটি পার্টটাইম চাকরি নয় এবং যাঁরা ইচ্ছুক তাদের আগামী ১৪ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপি নেতা

এলিয়েন খুঁজতে নাসায় নিয়োগ !

আপডেট সময় : ০৫:০৫:২৯ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

এই পৃথিবীর জন্য কিছু করার বাসনা রয়েছে কি আপনার মনে? এমন কোন কাজ যা শুধু দেশ নয় সমগ্র পৃথিবীর জন্য। যে কাজ করলে শুধু মানুষ নয়, পৃথিবীর সকল প্রাণী আপনার কাছে ঋণী হয়ে থাকবে, আর তার পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফুলে ফেঁপে উঠবে। না তা নিয়ে অবশ্য ভয়ের কিছু নেই। কারণ এই সুযোগ করে দিচ্ছে স্বয়ং NASA। এলিয়েন তাড়িয়ে কোটি টাকারও বেশি পেতে পারেন আপনি।

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, NASA, প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার-এর পদের জন্য বিজ্ঞপ্তি দেয়, যার মূল কাজ বিশ্ব এবং বিশ্ববাসীকে এলিয়েন-দের হাত থেকে রক্ষা করা। এই কাজের জন্য NASA প্রতি বছর ১২৪,৪০৬ মার্কিন ডলার থেকে ১৮৭,০০০মার্কিন ডলার দেবে, অর্থাৎ, প্রায় ৮০লাখ থেকে ১কোটি ২০লাখ টাকা আপনি পেতে প্রতি বছর। এই চাকরিতে সেইসব ব্যক্তিরা আবেদন করতে পারবেন, যারা ইঞ্জিনিয়ারিং-এ তুখোড়। এটি পার্টটাইম চাকরি নয় এবং যাঁরা ইচ্ছুক তাদের আগামী ১৪ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে।