শিরোনাম :
Logo বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশিত Logo বিশুদ্ধ পানির চাহিদা পুরনের লক্ষে ১৩০টি টিউবওয়েল বিতরণ করেন মোঃ মতিউর রহমান Logo জকসু নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নন- জবি রেজিস্ট্রার Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইন আর্টস ক্লাবের নেতৃত্বে সুমন ও ফুয়াদ Logo আরও ৩ লাখ টাকা জব্দ রিয়াদের বাড্ডার বাসা থেকে Logo ডেঙ্গু আক্রান্ত ৩৮৬ রোগী হাসপাতালে ভর্তি, প্রাণহানি ২ জনের Logo শান্তিপ্রতিষ্ঠায় কলা ও মানবিক অনুষদের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন Logo পলাশবাড়ীতে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই Logo চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করলো বিএসএফ

প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পলাতক পরিবার, মুল হোতা আলম জোয়ার্দ্দার আটক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৩২:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭
  • ৭৩৯ বার পড়া হয়েছে

শৈলকুপায় সংখ্যালঘু পরিবারের নিকট চাঁদা বাবদ চেক ও সোনার গহনা হাতিয়ে নিয়েছে !

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের মধুৃ দা এলাকায় সংখ্যালঘু হিন্দুৃ পরিবারের নিকট থেকে চাঁদা আদায়, চেক লিখে নেয়া, সোনার গহনাও নিয়েছে চাঁদাবাজরা, দেয়া হয় মিথ্যা অপবাদ। ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে সংখ্যালঘু পরিবারটি। গত ৩দিন পার হয়েছে তবে পরিবারটি এখনো বাড়ি ফিরতে পারেনি। এ ঘটনায় পুলিশ সুপারের আদেশে থানার ওসি আলমগীর হোসেনের নেতুৃত্বে সেকেন্ড অফিসার এসআই ইকবাল হোসেন সহ একদল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়াসি অভিযান চালিয়ে আলম (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে চেক। আটক আলম চাঁদাবাদের মুৃল হোতা। তার নেতৃত্বেই এসব ঘটে।

সংখ্যালঘু পরিবাবেরর সদস্য সবিতা রাণী অভিযোগ করেন, আলম মেম্বার, মফিজ, চান্নু, লিটন, ডিশ বাবু, রুয়েল, নামে একদল সন্ত্রাসী চাদাবাজ তাদের নিকট ১ লক্ষ টাকা চাঁদাদাবী দাবী করে, চাঁদা দিতে অস্বীকার করায় হামলা করা হয়। তার মেয়ে দীপ্তী, ফুলি তাদের নিকট পা জড়িয়ে মাফ চেয়ে ৮ হাজার টাকা দেয়। চাঁদাবাজ সন্ত্রাসীরা আরও টাকা দাবী করলে একটি ২০ হাজার টাকার চেক দেয়া হয়, তাতেও তারা সন্তুষ্ট না হলে তাদের নিকট সময় চেয়ে নেয় এবং পরে প্রাণ ভয়ে পালিয়ে যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চাঁদা দাবীর ঘটনা শুনে পুলিশ সুপার মিজানুর রহমান স্যারের নির্দেশে আলম মেম্বর কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নামে ৩/৪ টি করে মামলা রয়েছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। চাঁদাবাজ চক্রটি টাকা হাতিয়ে তাদের নামে মিথ্যা অপবাদ দেয়। এ অপবাদে নিরিহ কয়েকজনের কাছ থেকেও টাকা আদায় করা হয়েছে। চাঁদাবাজের ঘটনা অন্যদিকে ঘোরাতে তৎপর রয়েছে চক্রটি  বলে জানিয়েছে পুলিশ। মুৃল হোতা আটক হওয়ায় সব জানা যাবে আর কারা জড়িত। এ ব্যাপারে পুলিশ এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। অভিযুৃক্ত সবাই কে আটক করা হবে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রাণ ভয়ে বাড়ি ছেড়ে পলাতক পরিবার, মুল হোতা আলম জোয়ার্দ্দার আটক

আপডেট সময় : ১০:৩২:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ৪ আগস্ট ২০১৭

শৈলকুপায় সংখ্যালঘু পরিবারের নিকট চাঁদা বাবদ চেক ও সোনার গহনা হাতিয়ে নিয়েছে !

ঝিনাইদহ সংবাদদাতাঃ  ঝিনাইদহের শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের মধুৃ দা এলাকায় সংখ্যালঘু হিন্দুৃ পরিবারের নিকট থেকে চাঁদা আদায়, চেক লিখে নেয়া, সোনার গহনাও নিয়েছে চাঁদাবাজরা, দেয়া হয় মিথ্যা অপবাদ। ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে সংখ্যালঘু পরিবারটি। গত ৩দিন পার হয়েছে তবে পরিবারটি এখনো বাড়ি ফিরতে পারেনি। এ ঘটনায় পুলিশ সুপারের আদেশে থানার ওসি আলমগীর হোসেনের নেতুৃত্বে সেকেন্ড অফিসার এসআই ইকবাল হোসেন সহ একদল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়াসি অভিযান চালিয়ে আলম (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করেছে চেক। আটক আলম চাঁদাবাদের মুৃল হোতা। তার নেতৃত্বেই এসব ঘটে।

সংখ্যালঘু পরিবাবেরর সদস্য সবিতা রাণী অভিযোগ করেন, আলম মেম্বার, মফিজ, চান্নু, লিটন, ডিশ বাবু, রুয়েল, নামে একদল সন্ত্রাসী চাদাবাজ তাদের নিকট ১ লক্ষ টাকা চাঁদাদাবী দাবী করে, চাঁদা দিতে অস্বীকার করায় হামলা করা হয়। তার মেয়ে দীপ্তী, ফুলি তাদের নিকট পা জড়িয়ে মাফ চেয়ে ৮ হাজার টাকা দেয়। চাঁদাবাজ সন্ত্রাসীরা আরও টাকা দাবী করলে একটি ২০ হাজার টাকার চেক দেয়া হয়, তাতেও তারা সন্তুষ্ট না হলে তাদের নিকট সময় চেয়ে নেয় এবং পরে প্রাণ ভয়ে পালিয়ে যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চাঁদা দাবীর ঘটনা শুনে পুলিশ সুপার মিজানুর রহমান স্যারের নির্দেশে আলম মেম্বর কে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নামে ৩/৪ টি করে মামলা রয়েছে। এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। চাঁদাবাজ চক্রটি টাকা হাতিয়ে তাদের নামে মিথ্যা অপবাদ দেয়। এ অপবাদে নিরিহ কয়েকজনের কাছ থেকেও টাকা আদায় করা হয়েছে। চাঁদাবাজের ঘটনা অন্যদিকে ঘোরাতে তৎপর রয়েছে চক্রটি  বলে জানিয়েছে পুলিশ। মুৃল হোতা আটক হওয়ায় সব জানা যাবে আর কারা জড়িত। এ ব্যাপারে পুলিশ এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। অভিযুৃক্ত সবাই কে আটক করা হবে বলে পুলিশ জানিয়েছে।