মেহেরপুর প্রতিনিধিঃ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে মেহেরপুর কারাগরের বর্তমান পরিবেশ পর্যবেক্ষন করেছে বোর্ড অব ভিজিটর। গতকাল বেলা সাড়ে এগারোটার দিকে জেলা কারাগারের ভিতরের চত্তর ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করে বোর্ড অব ভিজিটর কমিটির একটি দল। এ সময় বিভিন্ন কয়েদীদের সাথে সাক্ষাৎ করে কারাগারের ভিতরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোজ নেয় দলটি। পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন বোর্ড অব ভিজিটর কমিটির সভাপতি জেলা প্রশাসক পরিমল সিংহ, জেল সুপার এ.এস.এম কারুল ইসলাম, কারাগারের জেলার শরিফুল আহমেদ, বোর্ড অব ভিজিটর বেসরকারী তিন সদস্য জেলা পরিষদের মহিলা সংরক্ষিত সদস্য সামিউন বাসিরা পলি, জেলা জজকোর্টের এপিপি এ্যাড. কাজী শহিদুল ইসলাম, এ্যাড. রুতসোভা মন্ডল প্রমূখ। পরিদর্শন শেষে সেখানে কারাগারের লোড সেডিং সমস্যা, পানির আয়রনের সমস্যা/ডিপ টিউবওয়েল স্থাপন, পৌরসভা কর্তৃক কারাগারের পয়ঃনিস্কাশনের সমাধান করা, বন্দী কল্যানে ১০টি ফ্যান সরবরাহ করা, সমাজসেবা কর্তৃক দর্জি প্রশিক্ষনের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য পরামর্শ প্রদান করা হয়।
বৃহস্পতিবার
১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ