শিরোনাম :

প্রতিদিন হোয়াটস অ্যাপের ব্যবহারকারী ১০০ কোটি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭
  • ৭৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’ আরও একটি মাইলফলক স্পর্শ করল, আর এ মাইলফলকের খবরটি আপনাকে চমকে দিতে পারে।

সংস্থাটি জানিয়েছে, এখন প্রতিদিন অন্তত ১০০ কোটি ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। গতবছরের চেয়ে এবছর ইউজারের সংখ্যা বেড়েছে আরও বেশ খানিকটা।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে স্ন্যাপচ্যাটের আদলে ‘স্ট্যাটাস’ অপশন। এই পরিষেবাটি ব্যবহার করেন প্রায় ২৫ কোটি মানুষ। যা একাই স্ন্যাপচ্যাটকে পিছনে ফেলে দিবে বলে ধারণা করা হচ্ছে।

একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ আরো জানায়, এর মাসিক ইউজারের সংখ্যা ১৩০ কোটি। প্রতিদিন এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে ৬০টিরও বেশি ভাষায় প্রায় ৫,৫০০ কোটি মেসেজ আদানপ্রদান করা হয়। দৈনিক প্রায় ১০০ কোটি ভিডিও শেয়ার করা হয় হোয়াটসঅ্যাপ মারফত। ছবি শেয়ার করা হয় প্রায় ৪৫০ কোটি।

অথচ ২০১৪-য় যখন ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে ফেসবুক এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি অধিগ্রহণ করে তখন প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন ৪৫ কোটি মানুষ। দৈনিক ব্যবহারকারী ছিল ৩৫ কোটির আশেপাশে। সেখান থেকে আজ এক নতুন মাইলস্টোন স্পর্শ করে ফেলল হোয়াটসঅ্যাপ।

গতবছর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ‘লঞ্চ’ হওয়ার পর প্রতিদিন প্রায় ২৫ কোটি মানুষ এই পরিষেবা ব্যবহার করতেন। তুলনায় স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটির একটু বেশি।

সিইও মার্ক জুকারবার্গ সম্প্রতি ঘোষণা করেছেন, সবমিলিয়ে বর্তমানে ২০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। যার মধ্যে ১৩০ কোটি মানুষ দৈনিক এই সোশ্যাল মিডিয়ার কোনও না কোনও ‘টুলস’ ব্যবহার করেন। সর্বশেষ ত্রৈমাসিকে ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। প্রতি মাসে ২০০ কোটিরও বেশি মেসেজ পাঠানো হয় ফেসবুকের মাধ্যমে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে সাবেক সেনা সদস্যের স্ত্রীকে নিয়ে পালালেন বিএনপি নেতা

প্রতিদিন হোয়াটস অ্যাপের ব্যবহারকারী ১০০ কোটি !

আপডেট সময় : ০৫:৪১:৫২ অপরাহ্ণ, সোমবার, ৩১ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’ আরও একটি মাইলফলক স্পর্শ করল, আর এ মাইলফলকের খবরটি আপনাকে চমকে দিতে পারে।

সংস্থাটি জানিয়েছে, এখন প্রতিদিন অন্তত ১০০ কোটি ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। গতবছরের চেয়ে এবছর ইউজারের সংখ্যা বেড়েছে আরও বেশ খানিকটা।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে স্ন্যাপচ্যাটের আদলে ‘স্ট্যাটাস’ অপশন। এই পরিষেবাটি ব্যবহার করেন প্রায় ২৫ কোটি মানুষ। যা একাই স্ন্যাপচ্যাটকে পিছনে ফেলে দিবে বলে ধারণা করা হচ্ছে।

একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ আরো জানায়, এর মাসিক ইউজারের সংখ্যা ১৩০ কোটি। প্রতিদিন এই মেসেজিং অ্যাপ ব্যবহার করে ৬০টিরও বেশি ভাষায় প্রায় ৫,৫০০ কোটি মেসেজ আদানপ্রদান করা হয়। দৈনিক প্রায় ১০০ কোটি ভিডিও শেয়ার করা হয় হোয়াটসঅ্যাপ মারফত। ছবি শেয়ার করা হয় প্রায় ৪৫০ কোটি।

অথচ ২০১৪-য় যখন ১৯ বিলিয়ন ডলারের বিনিময়ে ফেসবুক এই জনপ্রিয় মেসেজিং অ্যাপটি অধিগ্রহণ করে তখন প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেন ৪৫ কোটি মানুষ। দৈনিক ব্যবহারকারী ছিল ৩৫ কোটির আশেপাশে। সেখান থেকে আজ এক নতুন মাইলস্টোন স্পর্শ করে ফেলল হোয়াটসঅ্যাপ।

গতবছর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ‘লঞ্চ’ হওয়ার পর প্রতিদিন প্রায় ২৫ কোটি মানুষ এই পরিষেবা ব্যবহার করতেন। তুলনায় স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর সংখ্যা ১৬ কোটির একটু বেশি।

সিইও মার্ক জুকারবার্গ সম্প্রতি ঘোষণা করেছেন, সবমিলিয়ে বর্তমানে ২০০ কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন। যার মধ্যে ১৩০ কোটি মানুষ দৈনিক এই সোশ্যাল মিডিয়ার কোনও না কোনও ‘টুলস’ ব্যবহার করেন। সর্বশেষ ত্রৈমাসিকে ফেসবুক গ্রুপের সদস্যসংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। প্রতি মাসে ২০০ কোটিরও বেশি মেসেজ পাঠানো হয় ফেসবুকের মাধ্যমে।