এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও চৌকিদার সেড উদ্বোধন এবং দু:স্থদের মাঝে সেলাই মেসিন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই শুক্রবার বীরগঞ্জ থানা চত্ত্বরে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সমাবেশ এবং চৌকিদার শেড উদ্বোধন ও দুস্থদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেন। অনুষ্ঠানে এস.আই আনোয়ার হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ নুর ইসলাম নুর, ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ৬নং নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান একেএম খালেক সরকার প্রমূখ। অনুষ্ঠান শেষে দুঃস্থদের মাঝে ১২টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

































