শিরোনাম :
Logo মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত Logo ঢাকাবাসীর প্রতি ছাত্রদলের অগ্রিম দুঃখ প্রকাশ Logo শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ Logo পুলিশে সুমাইয়া জাফরিন নামে কোনো নারী কর্মকর্তা নেই: পুলিশ সদর দপ্তর Logo খুবিতে ‘শান্তি প্রতিষ্ঠায় কলা ও মানবিকীবিদ্যা’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু Logo আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনভাবেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা Logo ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীত করার কোনো অধিকার নেই : আল্লামা মামুনুল হক …….. আল্লামা মামুনুল হক Logo পলাশবাড়ীতে চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ লাখ টাকাসহ গ্রেফতার মাদককারবারি Logo ড্যাফোডিল ইউনিভার্সিটিতে চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের দুই দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ Logo সাজিদ মৃত্যুর তদন্ত ও নিরাপদ ক্যাম্পাস দাবিতে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

দুই শিক্ষার্থীর পড়া-লেখা বন্ধ রামগঞ্জে বিধবার পরিবার ৩মাস অবরুদ্ধ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:২৪:০২ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ   লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিঘা গ্রামে প্রতিপক্ষরা বিধবা হালিমা বেগমের পরিবারকে ৩মাস অবরুদ্ধ করে রেখেছে। পরিবারের সদস্যরা বসতঘর থেকে বের হতে না পারায় একদিকে বিধবার সন্তান উপাজর্ন করতে পারে না,অপরদিকে কলেজ পড়–য়া নাতনী এবং স্কুল পড়–য়া নাতীর পড়া-লেখা বন্ধ হয়ে গেছে। সৃষ্ট ঘটনা এলাকাবাসীর মাঝে সমালোচনার ঝড় উঠেছে।
সুত্রে জানায়,উপজেলার বিঘা গ্রামের সৈয়দ শাহমিনার দর্গার বাড়ির সহেল,বাদল,সওকত,বুলবুল গংদের সাথে একই বাড়ির বিধাব হালিমা বেগমের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে সহেল-চৌধুরী গংরা ৩মাস পুর্বে বিধবার বসতঘরের দরজার সামনে বেড়া নির্মান করে। এতে বিধাব পরিবার গৃহবন্ধি হয়ে পড়ে। বসতঘরের সামনে বেড়া নির্মান করে প্রতিপক্ষরা পালাক্রমে পাহারা দেওয়ায় বিধবার কলেজ পড়–য়া নাতনী তানজিলা আক্তার ও ৫ম শ্রেনীতের পড়–য়া নাতী হাসিবুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। বিধবার পুত্রবধু নাজমা বেগম বলেন,বাড়ির কয়েকজন বখাটের কু-প্রস্তাবে বাজি না হওয়ায় আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে বসতঘরের সামনে বেডা নির্মান ও গাছের চারা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে। ইউপি চেয়ারম্যান কার্যালয় লিখিত অভিযোগ ও আদালতে মামলা দায়ের করার পরও কোন প্রতিকার পাচ্ছি না।
অভিযুক্ত বাড়ির মাতব্বর সহেল,বাদল,চৌধুরী,বুলবুল বলেন,বিধবার পুত্রবধু নাজমা বেগম অসামাজিক কাজে জড়িত হয়ে স্বামী-সন্তানকে বাড়িকে রেখে দীর্ঘ কয়েক মাস অন্যত্বে সংসার করে। সেখান থেকে পুনরায় স্বামীর সংসারে উপস্থিত হওয়ায় দর্গা বাড়ির ঐতিয্য রক্ষার্থে বেড়া দিয়ে সমাজচুত করে রেখেছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ইউসুফ বলেন,চলাচলের রাস্তায় বেড়া নির্মান করায় দুই শিক্ষার্থীর পড়া-লেখা বন্ধ হওয়ায় দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

দুই শিক্ষার্থীর পড়া-লেখা বন্ধ রামগঞ্জে বিধবার পরিবার ৩মাস অবরুদ্ধ

আপডেট সময় : ০৩:২৪:০২ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ   লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিঘা গ্রামে প্রতিপক্ষরা বিধবা হালিমা বেগমের পরিবারকে ৩মাস অবরুদ্ধ করে রেখেছে। পরিবারের সদস্যরা বসতঘর থেকে বের হতে না পারায় একদিকে বিধবার সন্তান উপাজর্ন করতে পারে না,অপরদিকে কলেজ পড়–য়া নাতনী এবং স্কুল পড়–য়া নাতীর পড়া-লেখা বন্ধ হয়ে গেছে। সৃষ্ট ঘটনা এলাকাবাসীর মাঝে সমালোচনার ঝড় উঠেছে।
সুত্রে জানায়,উপজেলার বিঘা গ্রামের সৈয়দ শাহমিনার দর্গার বাড়ির সহেল,বাদল,সওকত,বুলবুল গংদের সাথে একই বাড়ির বিধাব হালিমা বেগমের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলে আসছে। উক্ত বিরোধকে কেন্দ্র করে সহেল-চৌধুরী গংরা ৩মাস পুর্বে বিধবার বসতঘরের দরজার সামনে বেড়া নির্মান করে। এতে বিধাব পরিবার গৃহবন্ধি হয়ে পড়ে। বসতঘরের সামনে বেড়া নির্মান করে প্রতিপক্ষরা পালাক্রমে পাহারা দেওয়ায় বিধবার কলেজ পড়–য়া নাতনী তানজিলা আক্তার ও ৫ম শ্রেনীতের পড়–য়া নাতী হাসিবুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। বিধবার পুত্রবধু নাজমা বেগম বলেন,বাড়ির কয়েকজন বখাটের কু-প্রস্তাবে বাজি না হওয়ায় আমার বিরুদ্ধে কুৎসা রটিয়ে বসতঘরের সামনে বেডা নির্মান ও গাছের চারা লাগিয়ে অবরুদ্ধ করে রাখে। ইউপি চেয়ারম্যান কার্যালয় লিখিত অভিযোগ ও আদালতে মামলা দায়ের করার পরও কোন প্রতিকার পাচ্ছি না।
অভিযুক্ত বাড়ির মাতব্বর সহেল,বাদল,চৌধুরী,বুলবুল বলেন,বিধবার পুত্রবধু নাজমা বেগম অসামাজিক কাজে জড়িত হয়ে স্বামী-সন্তানকে বাড়িকে রেখে দীর্ঘ কয়েক মাস অন্যত্বে সংসার করে। সেখান থেকে পুনরায় স্বামীর সংসারে উপস্থিত হওয়ায় দর্গা বাড়ির ঐতিয্য রক্ষার্থে বেড়া দিয়ে সমাজচুত করে রেখেছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু ইউসুফ বলেন,চলাচলের রাস্তায় বেড়া নির্মান করায় দুই শিক্ষার্থীর পড়া-লেখা বন্ধ হওয়ায় দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় হবে।