শাহজালালে অর্ধকোটি টাকার বিদেশি সিগারেট জব্দ !

0
23

নিউজ ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধকোটি টাকার আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। শুক্রবার অভিযান চালিয়ে কাস্টমস হলের তিন নম্বর বেল্ট থেকে আমদানি নিষিদ্ধ ১ লাখ ২৪ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে। এসব সিগারেট ৬২০ কার্টনে পাওয়া যায়।

জব্দকৃত সিগারেট বেনসন অ্যান্ড হেজেস, মন্ড, ইজি লাইট ও ৩০৩ ব্র্যান্ডের।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা তিন নম্বর বেল্টে অভিযান চালায় এবং চট্টগ্রামের দুই বাসিন্দা মো. শাহেদুল আলম ও  মো. এমরান মিয়া নামের দুজন যাত্রীকে শনাক্ত করে। তারা জেট এয়ারওয়েজ এর 9W272 ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তী সময়ে তাদের ব্যাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ ওই সিগারেট আটক করে। এ সকল সিগারেট ৬টি ব্যাগেজে লুকায়িত ছিল।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।

সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত সিগারেটের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ৪৯ লাখ ৬০ হাজার টাকা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।