মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে জেন্টামাইসিন ভ্যাকসিন দেওয়ায় ৬৫০ টি পাতি হাঁসের মৃত্যু হয়েছে এবং সেই সাথে আরও শতাধিক হাঁসের অবস্থা আশংকাজনক। গত মঙ্গলবার (১১-০৭-১৭) রাতে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের রাজন ডাক ফার্মে ওই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ।
এ ঘটনায় রাজন ডাক ফার্মের মালিক রাজন আলী মালিথা জানান, আমার ফার্মে মোট ১১০০টি পাতি হাস ছিলো। হাস গুলকে সুস্থ্য রাখার জন্য আমি ভিটামিন-এর জন্য উপজেলা প্রানী সম্পদ অফিসে যোগাযোগ করি । প্রানী সম্পদ অফিসার জেন্টামাইসিন ভ্যাকসিন দেওয়ার পরামর্শ দেন। প্রানী সম্পদ অফিসার এস এম শরিফুল ইসলামের পরামর্শ অনুযায়ী আমি হাঁসের শরীরে ভ্যাকসিনটি দিতে রাজি হলে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা থেকে তারা নিজেই ডাক্তার পাঠিয়ে জেন্টামাইসিন ভ্যাকসিনটি হাসগুলোর শরীরে পুস করেন। আর ভ্যাকসিনটি দেওয়ার ৬ ঘন্টা পরেই হাসগুলো মারা যেতে থাকে। গতকাল বুধবার দুপুর প্রর্যন্ত ৬৫০ টি হাসের মৃত্যু হয়েছে এবং শতাধিক হাঁস আশংকা জনক অবস্থায় রয়েছে। যার মূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা।
এদিকে প্রানী সম্পদ অফিসার এস এম শরিফুল ইসলামের কাছে জানতে গেলে তিনি জানান, আমি এর আগেও এ ধরনের ঔষধ হাঁসের গায়ে পুস করেছি। কিন্তু এতে কোন হাসের এ ধরনের সমস্যা হয়নি। তবে আমরা হাসগুলোকে পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা করে বুঝতে পারি হাসগুলো সাধারন ভাবে দূর্বল থাকায় ভ্যাকসিনটি পুস করার সাথে সাথে সহ্য করতে না পারায় মারা গেছে। ঘটনাটি শুনে নিজে কাছে খুব খারাপ লাগছে।