নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার দেশের বিভিন্ন জেলার ৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। এর মধ্যে ২২টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপ-নির্বাচন এবং দুটি ইউপিতে পুনঃভোট হবে। এদিকে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের পরিবেশ সুষ্ঠু করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ‘বিশেষ নির্দেশনা’ দিয়েছে নির্বাচন কমিশন। খবর বিডিনিউজের।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. নুরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত একটি চিঠি গত সোমবার সংশ্লিষ্ট জেলাগুলোর শীর্ষ ২৬ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ইসির চিঠিতে বলা হয়, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সুনাম অর্জন করেছেন। নির্বাচন কমিশনের অর্জিত সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখার লক্ষ্যে ১৩ জুলাই অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনসমূহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করাসহ অন্যান্য পদক্ষেপ নিতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী হাকিমদের এ বিষয়ে যথযথ নিদের্শনা দিতে বলা হয় কমিশনের চিঠিতে।
ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ডিসি ও এসপিকে পাঠানো হয়েছে এ নির্দেশনা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট থানার ওসিদের এ চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।