বিমা কর্তৃপক্ষের চেয়ারম্যান হচ্ছেন শফিকুল ইসলাম পাটোয়ারি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রাক্তন সচিব শফিকুল ইসলাম পাটোয়ারি ইন্স্যুরেন্স উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বাংলাদেশের চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন। খুব শিগগির জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শফিকুল ইসলাম পাটোয়ারি ২০১০ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান এবং ২০১৫ সালে তিনি ওই পদ থেকে অবসরে যান। তিনি প্রাক্তন চেয়ারম্যান অ্যাকচুয়ারি এম. শেফাক আহমদের স্থলাভিষিক্ত হবেন।

শেফাক আহমেদ ২০১৪ সালের ৮ এপ্রিল আইডিআরএর চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান। গত ৮ এপ্রিল তার মেয়াদ শেষ হলে আইডিআরএর পরিচালক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রাক্তন অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমা কর্তৃপক্ষের চেয়ারম্যান হচ্ছেন শফিকুল ইসলাম পাটোয়ারি !

আপডেট সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রাক্তন সচিব শফিকুল ইসলাম পাটোয়ারি ইন্স্যুরেন্স উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বাংলাদেশের চেয়ারম্যান পদে নিয়োগ পাচ্ছেন। খুব শিগগির জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শফিকুল ইসলাম পাটোয়ারি ২০১০ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান এবং ২০১৫ সালে তিনি ওই পদ থেকে অবসরে যান। তিনি প্রাক্তন চেয়ারম্যান অ্যাকচুয়ারি এম. শেফাক আহমদের স্থলাভিষিক্ত হবেন।

শেফাক আহমেদ ২০১৪ সালের ৮ এপ্রিল আইডিআরএর চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান। গত ৮ এপ্রিল তার মেয়াদ শেষ হলে আইডিআরএর পরিচালক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রাক্তন অতিরিক্ত সচিব গোকুল চাঁদ দাস ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।