শিরোনাম :
Logo সাজিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo চীনে ভয়াবহ বন্যা , বৃদ্ধাশ্রমে ৩০ জনের মৃত্যু Logo আধা ঘণ্টার ব্যাটিংয়ে দুই রেকর্ড গিলের, হতে পারে আরও Logo বেইজিংয়ে ভারী বৃষ্টিপাতে ৪৪ জনের মৃত্যু Logo কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ১, আহত অন্তত ৪০ Logo পিআর পদ্ধতি জানে না জনগণ, চায় পুরোনো পদ্ধতিতে নির্বাচন: টুকু Logo চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ঢাকাস্থ চাঁদপুর সমিতির’সাধারন সভা অনুষ্ঠিত চাঁদপুর জেলা হবে বাংলাদেশের মডেল এবং বুদ্ধি ভিত্তিক চর্চার প্রাণকেন্দ্র ……উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা Logo বীরগঞ্জে জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃদ্ধিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo রাকসু নির্বাচনের আচরণবিধি প্রকাশিত

এসআইর আত্মহত্যা স্ত্রীকে গুলির পর !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪১:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭
  • ৭৪৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর রূপনগর এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) স্ত্রীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাদের রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শনিবার সন্ধ্যার দিকে রূপনগর আবাসিক এলাকার ২২ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।
রূপনগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তাদের মাথায় গুলির চিহ্ন ছিল।

জানা গেছে ওই পুলিশ কর্মকর্তার নাম আব্দুস সাত্তার। তিনি ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর নাম সোমা। সোমা আগে আব্দুস সাত্তারের শ্যালিকা ছিলেন বলে জানা গেছে। আব্দুস সাত্তারের আগের স্ত্রীর নাম জানা যায়নি।

রূপনগর থানার অফিসার ইনচার্জ শহিদুল আলম জানান, আব্দুস সাত্তার ও তার স্ত্রী দুজনই গুলিবিদ্ধ হয়েছেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি বলেন, হয়তো পরিবারিক কলহের জেরে আব্দুস সাত্তার এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাড্ডা থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি আব্দুস সাত্তার বাড্ডা থানায় যোগ দিয়েছেন। এর আগে তিনি রূপনগর থানায় কর্মরত ছিলেন।

ময়নাতদন্তের জন্য আব্দুস সাত্তার ও তার স্ত্রীর লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

ট্যাগস :

সাজিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসআইর আত্মহত্যা স্ত্রীকে গুলির পর !

আপডেট সময় : ১১:৪১:৫৫ পূর্বাহ্ণ, রবিবার, ৯ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর রূপনগর এলাকায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) স্ত্রীকে গুলি করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাদের রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শনিবার সন্ধ্যার দিকে রূপনগর আবাসিক এলাকার ২২ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় এ ঘটনা ঘটে।
রূপনগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে দুজনকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। তাদের মাথায় গুলির চিহ্ন ছিল।

জানা গেছে ওই পুলিশ কর্মকর্তার নাম আব্দুস সাত্তার। তিনি ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর নাম সোমা। সোমা আগে আব্দুস সাত্তারের শ্যালিকা ছিলেন বলে জানা গেছে। আব্দুস সাত্তারের আগের স্ত্রীর নাম জানা যায়নি।

রূপনগর থানার অফিসার ইনচার্জ শহিদুল আলম জানান, আব্দুস সাত্তার ও তার স্ত্রী দুজনই গুলিবিদ্ধ হয়েছেন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি বলেন, হয়তো পরিবারিক কলহের জেরে আব্দুস সাত্তার এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাড্ডা থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি আব্দুস সাত্তার বাড্ডা থানায় যোগ দিয়েছেন। এর আগে তিনি রূপনগর থানায় কর্মরত ছিলেন।

ময়নাতদন্তের জন্য আব্দুস সাত্তার ও তার স্ত্রীর লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।