বুধবার | ৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর Logo খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন সিবি’এর দোয়া মাহফিল Logo জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে বাংলাদেশের কৃষকদের সক্ষম করে তুলতে হবে— আন্তর্জাতিক সেমিনারে নোবিপ্রবি উপাচার্য Logo পুলিশের অভিযানে পলাশবাড়ীতে চোরাই মাল উদ্ধার : দুই ভাঙ্গারি ব্যবসায়ী আটক Logo পলাশবাড়ীতে জুলাই যোদ্ধার বাবার প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ Logo পর্যটক সেন্টমার্টিন পৌঁছলে ফুল দিয়ে পর্যটকদের বরণ Logo বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি ও সুস্থতা কামনায় জীবননগরে ছাত্রদল ও শ্রমিকদের দোয়া Logo জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নিরাপত্তা জোরদারে ব্যাপক প্রস্তুতি সরকারের Logo কারুবাক পাণ্ডুলিপি পুরস্কার পেলেন এইচএম জাকির Logo চাঁদপুরে নতুন খাবারের আকর্ষণ ‘কাচ্চি ডাইন’ গ্রাহকদের ভিড় বেড়েই চলছে

কামারখন্দে সংঘর্ষে ২জন নিহত ॥ গ্রেফতার- ১৫

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৬:৩৫:৫০ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

দুই গ্রাম পুরুষ শুন্য

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দুই গ্রামের সংঘর্ষে ২জন নিহতের মামলায় পুলিশের গ্রেফতার আতংকে ওই দুই গ্রাম এখন পুরুষ শুন্য হয়ে পড়েছে। অধিকাংশ ঘরবাড়িতে ঝুলছে তালা। স্থানীয় হাট বাজারও বন্ধ হয়ে গেছে। এ মামলায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার ভোর রাতে উভয় গ্রামের আরও ৪জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
উলে¬¬খ্য, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা ও বাগবাড়ি গ্রামের দু’পক্ষের সমর্থকদের মধ্যে বুধবার বিকেলে সংঘর্ষ বাধে। এ সময় উভয় গ্রামের কমপক্ষে ১৫টি দোকানপাট, বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও শতাধিক শর্টগানের গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে ৩০জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় পাইকোশা গ্রামের আহত ফরিদুলকে (২৫) সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গায় এবং বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে বাগবাড়ি গ্রামের শিপন (২০) মারা যান।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত যুবক ফরিদুলের বাবা দানেজ আলী বাদি হয়ে ২৯জনের নাম উল্লে¬খসহ অজ্ঞাতনামা আরও ১শ’জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপরদিকে, রাত সাড়ে ১১টার দিকে নিহত শিপনের মা শেফালী বেগম বাদি হয়ে ৪২জনের নাম উল্লে¬খসহ অজ্ঞাতনামা আরও দেড়শ’জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন। কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা দু’গ্রাম পুরুষ শুন্যের বিষয়টি নিশ্চিত করে জানান, এসব মামলায় ইতোমধ্যে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

কামারখন্দে সংঘর্ষে ২জন নিহত ॥ গ্রেফতার- ১৫

আপডেট সময় : ০৬:৩৫:৫০ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭

দুই গ্রাম পুরুষ শুন্য

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দুই গ্রামের সংঘর্ষে ২জন নিহতের মামলায় পুলিশের গ্রেফতার আতংকে ওই দুই গ্রাম এখন পুরুষ শুন্য হয়ে পড়েছে। অধিকাংশ ঘরবাড়িতে ঝুলছে তালা। স্থানীয় হাট বাজারও বন্ধ হয়ে গেছে। এ মামলায় জড়িত সন্দেহে পুলিশ শনিবার ভোর রাতে উভয় গ্রামের আরও ৪জনকে গ্রেফতার করেছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে।
উলে¬¬খ্য, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকোশা ও বাগবাড়ি গ্রামের দু’পক্ষের সমর্থকদের মধ্যে বুধবার বিকেলে সংঘর্ষ বাধে। এ সময় উভয় গ্রামের কমপক্ষে ১৫টি দোকানপাট, বাড়িঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও শতাধিক শর্টগানের গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কমপক্ষে ৩০জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ ও বগুড়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যায় পাইকোশা গ্রামের আহত ফরিদুলকে (২৫) সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে টাঙ্গাইলের এলেঙ্গায় এবং বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে বাগবাড়ি গ্রামের শিপন (২০) মারা যান।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত যুবক ফরিদুলের বাবা দানেজ আলী বাদি হয়ে ২৯জনের নাম উল্লে¬খসহ অজ্ঞাতনামা আরও ১শ’জনকে আসামি করে মামলা দায়ের করেন। অপরদিকে, রাত সাড়ে ১১টার দিকে নিহত শিপনের মা শেফালী বেগম বাদি হয়ে ৪২জনের নাম উল্লে¬খসহ অজ্ঞাতনামা আরও দেড়শ’জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন। কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা দু’গ্রাম পুরুষ শুন্যের বিষয়টি নিশ্চিত করে জানান, এসব মামলায় ইতোমধ্যে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।